অঙ্কিতার ফেরত দেওয়া প্রথম কিস্তির টাকা হাতে পেলেন ববিতা

অঙ্কিতার ফেরত দেওয়া প্রথম কিস্তির টাকা হাতে পেলেন ববিতা

8712581672751616a4cedba5cb6fb498

কলকাতা:  হাই কোর্টের নির্দেশে মন্ত্রীকন্যা অঙ্কিতা অধিকারীর ফেরত দেওয়া বেতনের প্রথম কিস্তির টাকা হাতে পেলেন মামলাকারী ববিতা সরকার৷ ১ হাজার ৮৭ টাকা সুদ সহ ৭ লক্ষ ৯৮ হাজার ২৯৯ টাকা পেলেন তিনি৷ দ্বিতীয় কিস্তির প্রায় ৭ লক্ষ টাকাও ইতিমধ্যে হাই কোর্টে জমা দিয়েছেন পরেশ-কন্যা৷ 

আরও পড়ুন- প্রায় ২৮ কোটি নগদ ছাড়া মিলেছে গয়না, কী কী ছিল অর্পিতার ফ্ল্যাটে?

কলকাতা হাই কোর্টের নির্দেশে চাকরি গিয়েছে মন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীর৷ সেই শূন্য পদে নিয়োগ পেয়েছেন মামলাকারী ববিতা সরকার৷ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ ছিল, কাজে যোগদানের প্রথম দিন থেকে ৪৩ মাসের বেতন দুটি কিস্তিতে আদালতে জমা করতে হবে অঙ্কিতাকে৷ যা দেওয়া হবে ববিতাকে৷ হাই কোর্টের নির্দেশ মেনে ৭ জুন প্রথম কিস্তির টাকা হাই কোর্টের রেজিস্ট্রারের কাছে জমা দেন অঙ্কিতা৷  হাই কোর্টের নির্দেশ সত্ত্বেও ববিতা কোনও টাকা পাননি বলে বুধবার আদালতে জানান তাঁর আইনজীবী ফিরদৌস শামীম। এর পরেই বৃহস্পতিবার সুদ সহ প্রথম কিস্তির টাকা হাতে পান ববিতা সরকার৷ 

দ্বিতীয় কিস্তির টাকাও আদালতে জমা দিয়ে দিয়েছেন অঙ্কিতা৷ সেই টাকা কবে দেওয়া হবে, সে বিষয়ে শীঘ্রই জানানো হবে বলে জানিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়৷