কলকাতা: ডিএ মামলায় বিজেপির আবেদন খারিজ৷ রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলায় বিজেপির আবেদন খারিজ করল বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ৷ ডিএ মামলায় বিজেপির সরকারি কর্মচারী সংগঠনকে যুক্ত করার আবেদন জানানো হয়েছিল৷ সেইআবেদন এদিন খারিজ করে দেয় উচ্চ আদালত৷ শুধুমাত্র বাম ট্রেড ইউনিয়নের করা মূল মামলার শুনানি গ্রহণ করবে ডিভিশন বেঞ্চ৷
আরও পড়ুন- তিন দফায় ৩৮৪ দিন, এসএসসি আন্দোলন ছাপিয়ে গেল কৃষক আন্দোলনকেও
ডিএ নিয়ে রাজ্য সরকারের কর্মচারীদের একাংশ দীর্ঘদিন ধরেই আদালতে লড়াই চালিয়ে যাচ্ছেন। ডিএ-র দাবিতে মামলা করেছে গেরুয়া দলও৷ ডিএ নিয়ে একবার হাইকোর্ট, একবার স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে মামলা চলছিল। ইতিমধ্যেই আদালত স্পষ্ট করে দিয়েছে, ডিএ বা মহার্ঘ ভাতা সরকারি কর্মচারীদের প্রাপ্য। এটা কারও কোনও দয়ার দান নয়। এ নিয়ে সরকারি কর্মচারী সংগঠনগুলোও সরব হয়েছে। যদিও কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন, এখনই ডিএ মিলবে না। সরকারের যে এখনই ডিএ দেওয়ার পরিকল্পনা নেই, তা বাজেটেও স্পষ্ট হয়ে গিয়েছে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>