বিনিয়োগ আনতে রাজ্যকে সাহায্যের ইচ্ছাপ্রকাশ! বিজেপির হল কী

বিনিয়োগ আনতে রাজ্যকে সাহায্যের ইচ্ছাপ্রকাশ! বিজেপির হল কী

কলকাতা: ইস্যু যাই হোক না কেন, রাজ্যের শাসক দলের বিরোধিতা করেছে বিজেপি। আক্রমণ, কটাক্ষ সবই চলেছে, চলে সময়ে সময়ে। কিন্তু হঠাৎ একটি ইস্যুতে ভোল বদল ঘটল বিজেপি বঙ্গ ব্রিগেডের। এবার তারা রাজ্য সরকারকে সাহায্য করার ইচ্ছা প্রকাশ করল। যদিও ইচ্ছাপ্রকাশ করেও তৃণমূল কংগ্রেস সরকারকে একহাত নিয়েছে তারা। ব্যাপারটা কী?

আরও পড়ুন- মিষ্টি কথায় ভুলিয়ে ৭ রাজ্যে ১৪ বিয়ে ভুয়ো ডাক্তারের! অবশেষে পুলিশের জালে গুণধর

আসলে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের শিল্পায়নে জোর দেওয়ার কথা বলেছিলেন। তারপর থেকে বিশ্বব্যাঙ্ক ঋণ দিচ্ছে, আদানির মতো শিল্পপতি বাংলায় এসে তাঁর সঙ্গে দেখা করে বৈঠক করে গিয়েছে। অন্যান্য অনেক শিল্পপতিরাও উৎসাহ দেখাচ্ছে বাংলা নিয়ে। এদিকে এপ্রিলেই বিশ্ব বাণিজ্য সম্মেলন রয়েছে। সেখানে বড় কোনও ঘোষণা হতেই পারে। এমতাবস্থায়, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সুর বদল করে বাংলার সরকারকে সাহায্য করার কথা বলেছেন। তাঁর বক্তব্য, রাজ্য সরকার মনে করলে তারা বিজেপি শাসিত রাজ্যে গিয়ে শিল্পপতিদের সঙ্গে কথা বলতে পারে। রাজ্য বিনিয়োগ টানতে সাহায্য করতে পারে সরকারকে। তারা গঠনমূলক বিরোধিতায় বিশ্বাস করে, তাই এক্ষেত্রে রাজ্য সরকারকে সাহায্য না করার কোনও কারণ নেই। যদিও এই মন্তব্য করেও রাজ্য সরকারকে খোঁচা দিয়েছেন তিনি। সুকান্তর দাবি, বিজেপি এই ধরণের উদ্যোগের কথা ভাবলেও নবান্নের তরফে এই নিয়ে কিছু ভাবা হয় না। মুখ্যমন্ত্রীর সেই ধরনের কোনও চিন্তাভাবনা নেই।

প্রসঙ্গত, এপ্রিল মাসে যে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন হওয়ার কথা রয়েছে সেই সম্মেলন উদ্বোধন করার কথা খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। গত বছর নভেম্বরে দিল্লি সফরে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় তিনি জানান যে, চলতি বছর এপ্রিল মাসে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি তাঁকে সেখানে আসতে আমন্ত্রণ করেছেন এবং প্রধানমন্ত্রী সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 3 =