উপপ্রধান খুনের ঘটনায় বাড়ছে উত্তাপ, আদালতে গেল বিজেপি

উপপ্রধান খুনের ঘটনায় বাড়ছে উত্তাপ, আদালতে গেল বিজেপি

বোলপুর: তৃণমূল উপপ্রধান খুনের ঘটনায় ক্রমশ উত্তেজনা বাড়ছে রাজ্যে। বীরভূম রামপুরহাটের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত এলাকা। আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে বলে অভিযোগ। এই অবস্থায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হল। অবিলম্বে মামলা করার অনুমতি দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে বিজেপি আইনজীবীরা। সেই প্রেক্ষিতেই মামলা করার অনুমোদন দিয়েছে আদালত। বিজেপি আইনজীবীদের দাবি, মামলা হোক সুয়োমোটো। তবে আদালত মামলার সুয়োমোটো গ্রহণ করবে কী করবে না সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে পরবর্তীকালে।

আরও পড়ুন-  তৃণমূল নেতা খুনে অগ্নিগর্ভ রামপুরহাট, পর পর বাড়িতে আগুন, ১০ জনের ঝলসানো দেহ উদ্ধার

সোমবার রামপুরহাটের বকটুই গ্রামে বোমা হামলায় মৃত্যু হয় তৃণমূল নেতা ভাদু শেখের৷ তিনি রামপুরহাট এক নম্বর ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন। তিনি ছিলেন বকটুই গ্রামের৷ গতকাল গ্রামে জাতীয় সড়কের পাশে একটি চায়ের দোকানে বসেছিলেন ভাদু। সেই সময় তাঁকে লক্ষ্য করে বোমা ছোড়ে এক দল দুষ্কৃতী। ঘটনায় গুরুতর জখম হন ভাদু৷ রক্তাক্ত অবস্থায় তাঁকে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে ভাদুকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এর পরেই অগ্নিগর্ভ হয়ে ওঠে বকটুই৷

তবে এই ঘটনার নেপথ্যে শর্ট সার্কিট রয়েছে বলে দাবি তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের৷ তিনি বলেন, আমি যতদূর জানি শর্ট সার্কিট থেকে টিভি ফেটে বাড়িতে আগুন লাগে। সেখান থেকেই একাধিক বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে৷ গোটা ঘটনার জেরে পর পর দশটি বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়৷ গোটা গ্রাম ঘিরে রেখেছে পুলিশ৷ খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ক্যানমেরার ফুটেজ৷ এই ঘটনায় এখও পর্যন্ত আট জনকে গ্রেফতার করা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 3 =