সিট’কে অবহেলা? বগটুইয়ে গেল বিজেপির আলাদা ‘তদন্তকারী দল’

সিট’কে অবহেলা? বগটুইয়ে গেল বিজেপির আলাদা ‘তদন্তকারী দল’

রামপুরহাট: বগটুই গ্রামে যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে তার তদন্ত করছে রাজ্য সরকারের বিশেষ তদন্তকারী দল, সিট। সেই দলে রয়েছেন এডিজি সিআইডি জ্ঞানবন্ত সিং, এডিজি পশ্চিমাঞ্চল সঞ্জয় সিং এবং জিআইজি সিআইডি (অপারেশন) মিরাজ খালিদ। ইতিমধ্যে তারা রিপোর্ট জমা দিয়েছে। কিন্তু বিজেপি কি সিট’কে পাত্তা দিচ্ছে না? কারণ সেখানে তাদের আলাদা ‘তদন্তকারী দল’ গিয়েছে। চার প্রাক্তন আইপিএসকে নিয়ে তৈরি করা হয়েছে দলটি। এই দলটির নাম দেওয়া হয়েছে ফ্যাক্ট ফাইন্ডিং বা এফএফ।

আরও পড়ুন- ‘আমাদেরই লোককে খুন করিয়ে বাংলাকে বদনাম করার চেষ্টা, সহ্য করব না’

জানা গিয়েছে, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নির্দেশে রামপুরহাটে যাচ্ছে তারা। এই দলে আছেন বিজেপির রাজ্যসভার সাংসদ ব্রিজলাল, তিনি উত্তরপ্রদেশের প্রাক্তন ডিজিপি, সাংসদ সত্যপাল সিং যিনি মুম্বই পুলিশের প্রাক্তন কমিশনার, সাংসদ রামমূর্তি, প্রাক্তন আইপিএস, কর্নাটক, বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং বিজেপি সাংসদ ভারতী ঘোষ, তিনিও প্রাক্তন আইপিএস। তবে সিট যেখানে তদন্ত করছে সেখানে বিজেপির এই আলাদা দল কী করবে? এই নিয়ে প্রশ্ন। তবে তারা নাকি নিজেদের মতো করে তথ্য সংগ্রহ করে বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কাছে রিপোর্ট জমা করবে।

আগেই বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রামপুরহাট কাণ্ডে রাজ্য সরকারের কাছে ৭২ ঘণ্টার মধ্যে রিপোর্ট তলব করেছেন৷ রিপোর্ট পাওয়ার পরেই রাজ্যে পাঠানো হবে কেন্দ্রীয় দল৷ রিপোর্ট পাওয়ার পর জয়েন্ট সেক্রেটারি পর্যায়ের অফিসাররা রামপুরহাটে আসবেন৷ তবে এখন মনে হচ্ছে রাজ্য সরকারের রিপোর্টে তাদের ভরসা নেই। তাই আলাদা দল পাঠিয়ে ‘তদন্ত’ করানোর চেষ্টা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 2 =