রাষ্ট্রপতি শাসনের দাবিতে রাজভবনের সামনে বিজেপি’র তুমুল বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

রাষ্ট্রপতি শাসনের দাবিতে রাজভবনের সামনে বিজেপি’র তুমুল বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

কলকাতা: হাঁসখালি ধর্ষণ-কাণ্ডে উত্তাল গোটা বাংলা৷ শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর৷ এরই মধ্যে রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবিতে রাজভবনের সামনে বিক্ষোভ দেখাল গেরুয়া শিবির৷ বিজেপি কাউন্সিলর সজল ঘোষের নেতৃত্বে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা৷  তাঁদের দাবি, বাংলায় নৈরাজ্য চলছে৷ এদিকে, বিজেপি’র মিছিল রাজভবনের সামনে পৌঁছতেই তাতে বাধা দেয় পুলিশ৷ শুরু হয় ধস্বাধস্তি৷ এর পর বিজেপি কর্মী সমর্থকদের টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হয়৷ 

আরও পড়ুন- হাঁসখালি ধর্ষণ মামলায় কেস ডায়েরি তলব করল হাই কোর্ট

সজল ঘোষ বলেন, এখানে আইনের শাসন নেই৷ এই সরকারের এর একটা দিনও ক্ষমতায় থাকা উচিত নয়৷ আমরা রাজ্যপালকে বলতে চাই৷ আর রোজ টুইট করলে হবে না৷ বাংলা ৩৫৬ চায়৷ এই মুখ্যমন্ত্রী শুধু পুলিশ দিয়ে শাসন করে৷ তাঁর আর ক্ষমতায় থাকার অধিকার নেই৷ অন্যদিকে বাংলায় ৩৫৫ ধারা চালুর দাবি জানিয়েছেন অধীর চৌধুরী৷