কনভয় দুর্ঘটনা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করবে বিজেপি: সূত্র

কনভয় দুর্ঘটনা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করবে বিজেপি: সূত্র

কলকাতা: কিছুদিন আগে মারিশদাতেই দুর্ঘটনার কবলে পড়ে শুভেন্দুর কনভয়ের একটি গাড়ি। কনভয়ের সামনের দিকে থাকা গাড়িটির সঙ্গে একটি ট্রাকের ধাক্কা লাগে। দিঘা-নন্দুকুমার ১১৬ বি জাতীয় সড়কের মারিশদার দুর্মুটের কাছে একটি পেট্রল পাম্পের কাছে এই ঘটনা হয়। জুলাই মাসেই কলকাতায় একই রকম ঘটনা ঘটেছিল। এদিকে আবার সোমবারই ফের একবার বেতালিয়ার মারিশদায় ১১৬ বি জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর কনভয়। অল্প কিছুদিনের মধ্যে বারবার তাঁর কনভয় দুর্ঘটনার কবলে পড়ার কারণে সন্দেহ বাড়ছে বিজেপির। আর এই কারণেই কলকাতা হাইকোর্টে মামলা করবে তাঁরা এমনটাই জানা গিয়েছে সূত্র মারফৎ।

আরও পড়ুন- পুজো কমিটিগুলিকে ৬০ হাজার করে অনুদান, বিদ্যুতেও ছাড়! বড় ঘোষণা মমতার

শুভেন্দু অধিকারী কলকাতার উদ্দেশে রওনা দিয়েছিলেন। বিকেল ৫টা ২০ নাগাদ বেতালিয়া থানার মারিশদা এলাকায় ১১৬ বি জাতীয় সড়কে একটি লরির সঙ্গে ধাক্কা লাগে কনভয়ের একটি গাড়ির। ওই গাড়িটি কনভয়ের পিছনের দিকে ছিল। সূত্রের খবর, তাতে শুধু কেন্দ্রীয় জওয়ানরাই ছিলেন। দুর্ঘটনার জেরে গাড়িটির চাকা ভেঙে যায়। জখম হন চালক। তবে শুভেন্দুর গাড়িতে কোনও প্রভাব পড়েনি। যদিও বিজেপি নেতার দাবি, প্রতিবার যে ট্রাক বা লরির ধাক্কায় দুর্ঘটনা ঘটে, সেগুলির মালিকেরা ‘তৃণমূলের পাণ্ডা’। এমনই তিনি এও দাবি করেছেন, এই ধরনের ঘটনা প্রত্যাশিত আর তার জন্য তিনি প্রস্তুত।

যদিও তৃণমূল কংগ্রেসের দাবি, দুর্ঘটনা নিয়ে রাজনীতি করছে বিজেপি। আদালতে গিয়ে সস্তা রাজনীতি ছাড়া আর কিছুই হবে না তাঁদের দ্বারা। আপাতত এই কনভয় দুর্ঘটনা নিয়েও রাজ্য রাজনীতিতে কাদা ছোড়াছুড়ি শুরু হয়ে গিয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 1 =