Aajbikel

অশোক ভট্টাচার্যের বাড়িতে দুই বিজেপি নেতা! পঞ্চায়েতের আগে কি নয়া সমীকরণ

 | 
ashok

শিলিগুড়ি: আগামী বছরের শুরুর দিকে পঞ্চায়েত নির্বাচন হতে চলেছে। কিন্তু তার আগে ডিসেম্বরে রাজ্যের সরকার পড়ে যাবে বলে দাবি করেছে বিজেপি। সেই দাবি ঘিরেই এখন যত আলোচনা। আর ঠিক এই আলোচনার মধ্যেই বড় কাণ্ড ঘটে গেল। যা ঘটল তাতে প্রশ্ন উঠে গিয়েছে, বিজেপির সঙ্গে সিপিএম হাত মিলিয়েছে কিনা! কারণ বর্ষীয়ান সিপিএম নেতা অশোক ভট্টাচার্যের বাড়িতে দুই বিজেপি নেতাকে দেখা গিয়েছে।

আরও পড়ুন- বাড়ির বাইরে না বেরনোর পরামর্শ, সাইক্লোন নিয়ে সতর্কবার্তা মমতার

শিলিগুড়িতে প্রাক্তন মন্ত্রী ও সিপিএম নেতা তথা শহরের প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্যর বাড়িতে দেখা করতে আসেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা ও শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। আর এই সাক্ষাৎ ঘিরেই রাজনৈতিক মহলে ব্যাপক জল্পনা সৃষ্টি হয়েছে। সূত্র মারফৎ জানা গিয়েছে, ডিসেম্বরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ফেলতে নাকি অশোক ভট্টাচার্যকে সরাসরি প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু এই বিষয়টা এখনও স্পষ্ট নয়। যদিও এই নিয়ে যে রাজনৈতিক তর্ক শুরু হয়েছে তা যে সহজে থামার নয় এটা পরিষ্কার। স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেস বিষয়টিকে নিয়ে বড় আশঙ্কা প্রকাশ করেছে। দাবি করা হচ্ছে, বিজেপি বাংলা ভাগের চক্রান্ত আরও জোরাল করতে চাইছে।

মনে রাখা দরকার, বিজেপির থেকে একাধিকবার বাংলা ভাগের দাবি তোলা হয়েছে। সাংসদ, বিধায়ক, নেতা, কেউই বাদ যাননি এই দাবি তুলতে। উত্তরবঙ্গ ভাগের দাবি তোলার পাশাপাশি জঙ্গলমহল ভাগের দাবিও তোলা হয়। সেই প্রেক্ষিতে এখন সিপিএম নেতার বিজেপি নেতাদের প্রতি এমন 'সৌজন্য' মোটেই ভালো চোখে দেখছে না ঘাসফুল শিবির।

Around The Web

Trending News

You May like