চাকরি দেওয়ার নাম করে আর্থিক প্রতারণা, পুলিশের জালে বিজেপি নেতা

চাকরি দেওয়ার নাম করে আর্থিক প্রতারণা, পুলিশের জালে বিজেপি নেতা

17201d79d47ea6a79491e2c8a920aa2b

উলুবেড়িয়া: নিয়োগ দুর্নীতি নিয়ে এমনিতেই উত্তাল রাজ্য। শাসক দল তৃণমূল কংগ্রেস চাপে কারণ একাধিক নেতা-মন্ত্রীদের নাম এই কেলেঙ্কারিতে জড়িয়ে গিয়েছে। কিন্তু এই আবহে বড় রকমের অস্বস্তিতে পড়ে গেল বিজেপিও। কারণ চাকরি পাইয়ে দেওয়ার নামে আর্থিক প্রতারণা করে গ্রেফতার হয়েছে এক বিজেপি নেতাও। উলুবেড়িয়া থেকে গ্রেফতার করা হয়েছে বিজেপি নেতা সুমিত রঞ্জন কাঁড়ারকে।

আরও পড়ুন- প্রকাশিত রাজ্য জয়েন্টের ফল, প্রথম ও দ্বিতীয় দু’জনেই হিমাংশু শেখর, পাঁচে নেই WBCHSE-র কেউ

পুলিশ সূত্রে খবর, চাকরি দেওয়ার নামে চাকরিপ্রার্থীদের কাছ থেকে মোটা টাকা নিতেন তিনি। কিন্তু চাকরি পাননি কেউই। এমনকি টাকাও ফেরত পাননি চাকরিপ্রার্থীরা। দীর্ঘ দিন ধরে টাকা ফেরত পাওয়ার আশা করেও অবশেষে কোনও ফল মেলেনি। তাই একমাস আগে চাকরীপ্রার্থীরা আমতা উদয়নারায়ণপুর রাস্তার ভবানীপুরে বিজেপি নেতার অফিসের সামনে জোর বিক্ষোভ দেখায়। সেই সময় পুলিশি আশ্বাসে তারা উঠে গেলেও কিছুই লাভ হয়নি। একাধিক চাকরিপ্রার্থীদের অভিযোগ, আগে বেশ কয়েকটি চেক সুমিত তাদের দিয়েছিল কিন্তু সেগুলি সব বাউন্স করে। শেষে আর কোনও উপায় না পেয়ে পুলিশের দ্বারস্থ হয় তারা। এখন বিজেপি নেতাকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, উলুবেড়িয়া মহকুমা আদালতে তোলা হবে তাঁকে।

এদিকে আজই আবার সিপিএম আমলের একটি দলের প্যাডের কাগজের ছবি ভাইরাল হয়েছে যেটি একটি চাকরির সুপারিশ পত্র। তাতে ওপরের দিকে লেখা ‘ভারতীয় কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) পাচরা লোকাল কমিটি’। এই সুপারিশটি ২০০৮ সালে ২৭ ডিসেম্বর করা হয়েছে। এই ছবি ভাইরাল হতেই কটাক্ষের বন্যা বয়ে গিয়েছে সিপিএমের উদ্দেশে। বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছে যে, সিপিএম এবং তৃণমূল একই মুদ্রার এপিঠ-ওপিঠ। এদিকে তৃণমূলের বক্তব্য, সিপিএম কী করেছিল তা জানতে কারোর বাকি নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *