শুধু মা বলা ছেলেটা বোকা হল! দেবাংশুকে খোঁচা অনুপমের

শুধু মা বলা ছেলেটা বোকা হল! দেবাংশুকে খোঁচা অনুপমের

কলকাতা: অর্জুন সিংয়ের বিজেপি ছেড়ে তৃণমূলে যেতে চলেছেন। বিজেপি সাংসদের ফুল বদল এখন শুধু সময়ের অপেক্ষা। এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় নাম না করে তৃণমূলের যুবনেতা দেবাংশু ভট্টাচর্যকে কটাক্ষ করলেন অনুপম হাজরা। কী লিখেছেন অনুপম হাজরা? ফেসবুকে অনুপম হাজরা পোস্ট করেন, ‘মায়ের কথায় বিশ্বাস করে, মাঝখান থেকে শুধু “মা বলা ছেলেটা” বোকা হলো।…যাকে মাঝে মাঝেই মায়ের দরজা আগলে শুয়ে থাকতে দেখা যায়।’ বিজেপি নেতার এহেন পোস্ট যে দেবাংশু ভট্টাচর্যকে উল্লেখ করে লেখা, তা আর বলার অপেক্ষা রাখে না। তবে এক্ষেত্রে অনুপম হাজরা কারও নাম উল্লেখ করেননি। 

২০১৯ সালের লোকসভা নির্বাচনের ঠিক আগে অর্জুন সিং তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন।  এরপর একুশের বিধানসভা নির্বাচনের সময় থেকেই বিজেপি নেতারা বাংলায় ডাবল ইঞ্জিনের স্বপ্ন দেখাতে শুরু করেছিলেন। ঠিক সেই সময় একাধিক নেতা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। সেই সময় সবাই ভেবেছিলেন রাজ্যে বিজেপি আসছে। ২০২১ সালের ২ মে বিজেপির বাংলায় ডাবল ইঞ্জিনের স্বপ্ন ভেঙে যায়। ব্যাপক আসন জয় করে তৃণমূল তৃতীয়বারের জন্য ক্ষমতায় তৃণমূল আসেন। সেই সময় তৃণমূলের যুবনেতা দেবাংশু ভট্টাচর্যকে তীব্র প্রতিক্রিয়া দেখান। সেই সময় সোশ্যাল মিডিয়ায় দেবাংশু ভট্টাচর্য বলেন, দলছুটদের আর কোনওভাবেই ফেরত নেওয়া হবে না। গদ্দাররা ফিরলে প্রয়োজনে তিনি তৃণমূলের দরজা আগলে শুয়ে থাকবেন। সেই মন্তব্যকে হাতিয়ার করেই অর্জুন সিংয়ের তৃণমূলে প্রত্যাবর্তনের দিন খোঁচা দিলেন অনুপম হাজরা। 

একুশের বিধানসভা নির্বাচনের ফলাফলের পরেই একাধিক রাজনৈতিক নেতা বিজেপি থেকে ফিরে এসেছেন তৃণমূলে। মুকুল অধিকারী, শুভ্রাংশু অধিকারীকে  দিয়েও ঘর ওপাসি শুরু হয়। এরপরে তৃণমূলে ফিরে আসেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তবে রাজীব বন্দ্যোপাধ্যায়কে তৃণমূলে ফেরার সময় দলীয় নেতারা বাধা দিয়েছিলেন বলে জানা গিয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *