কলকাতা: বিজেপির নবান্ন অভিযান ঘিরে যে ধুন্ধুমার পরিস্থিতি তার জন্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হল। এদিন প্রধান বিচারপতির দ্বারস্থ হন বিজেপি মনোভাবাপন্ন আইনজীবীরা। নবান্ন অভিযান ঘিরে অস্বাভাবিক পরিস্থিতি নিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন তাঁরা। তবে লিখিত আবেদনের পরামর্শ দিয়েছেন প্রধান বিচারপতি। এই ইস্যুতে দ্রুত শুনানির আর্জি জানিয়েছে বিজেপি।
আরও পড়ুন- শুভেন্দু-লকেটকে ভ্যানে তুলল পুলিশ, সাঁতরাগাছি যাওয়ার আগেই আটক রাহুলও
মঙ্গলবার কার্যত নবান্ন অভিযান শুরু হওয়ার আগেই সাঁতরাগাছি যাওয়ার পথে দ্বিতীয় হুগলি সেতুতে আটকানো হয় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে৷ আলিপুর পুলিশ লাইনের সামনে বাধা দেওয়া হয় তাঁকে৷ পরে তাঁকে আটক করে পুলিশ। সেই সময়ই তিনি গোটা বিষয় নিয়ে কলকাতা হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। পাশাপাশি শুভেন্দু বলেন, বাংলাকে দক্ষিণ কোরিয়া বানিয়েছে লেডি কিম! সঙ্গে সঙ্গে তাঁরা স্লোগান তোলেন, ‘ভয় পেয়েছেন মমতা, জেনে গেছে জনতা৷’ এর পরেই শুভেন্দু অধিকারী, লকেট চট্টোপাধ্যায় ও রাহুল সিন্হাকে আটক করে পুলিশ। তবে এদিন দুুপুর ২টো ৪০ মিনিটে নবান্ন অভিযান শেষ হয়েছে, এমনটা জানিয়ে দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।
এই অভিযানকে কেন্দ্র করে অনেক বিজেপি কর্মী আহত হয়েছেন। কাঁদানে গ্যাসের কারণে একদিকে তারা যেমন অসুস্থ হয়েছেন, ঠিক তেমনই গ্যাস সেল ফাটায়, ইট বৃষ্টির মধ্যে পড়েও অনেকে আহত। আবার এমজি রোডে পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। এলাকায় আগুন ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা দেখা দেয়।