কলকাতা: বিজেপি যুবনেতা অর্জুন চৌরাশির রহস্য মৃত্যুর তদন্ত শুরু হয়েছে। এই তদন্তের ক্ষেত্রে সময় লাগবে বলে রাজ্যের তরফে বৃহস্পতিবার আদালতে জানানো হয়েছে। তবে আত্মহত্যার প্রমাণ মিলেছে বলে রাজ্যের তরফে দাবি করা হয়েছে। সেই দাবি অস্বীকার করেছেন বিজেপির আইনজীবী। তিনি জানিয়েছেন, একাধিক প্রমাণ রয়েছে, যেখান থেকে প্রমাণিত হয়, এটা আত্মহত্যা নয়, খুন। ১৪ জুন এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
বৃহস্পতিবার হাইকোর্টের রাজ্যের তরফে জানানো হয়েছে, অর্জুন চৌরাসিয়ার ভিসেরা পাওয়া গিয়েছে। এই বিষয়ে তদন্ত শুরু হয়েছে। এই তদন্তের জন্য একটু সময় লাগবে। তবে সমস্ত তথ্য রিপোর্টে আতহত্যার প্রমাণ বেশি।
অন্যদিকে, বিজেপির আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল জানিয়েছেন, পরিবারের তরফ থেকে খুনের অভিযোগ দায়ের হয়ছে। পোস্টমর্টেম রিপোর্ট এর দ্বিতীয় পর্যায় স্টমাকে ফ্লুইড পাওয়া গিয়েছে। ঘটনা স্থলে কোনো চেয়ার ছিল না। অর্জুন উচু ঘরের ছাদ থেকে কিভাবে ঝুলে পড়লো প্রশ্ন উঠছে। ঘটনাস্থল সিল হয়নি। ভিডিও গ্রফি করা হয়নি বলেও তিনি অভিযোগ করেছেন।
প্রসঙ্গত, শুক্রবার কাশীপুরে মৃত বিজেপি নেতা অর্জুন চৌরাশিয়ার পোশাক-সহ যাবতীয় সামগ্রী পুলিশকে হস্তান্তর করে আলিপুর কমান্ড হাসপাতাল কর্তৃপক্ষ। দেওয়া হয় মৃতের ভিসেরা রিপোর্টও। চলতি মাসের ৬ তারিখে কাশীপুর রেল কোয়াটারে একটি পরিত্যক্ত ঘর থেকে বিজেপি যুব নেতা অর্জুন চৌরাশিয়ার দেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের রিপোর্টে জানানো হয়, গলায় ফাঁস লেগে অর্জুনের মৃত্যু হয়। তবে অর্জুনের পরিবার প্রথম থেকে খুন করা হয়েছে বলে অভিযোগ করছেন।