ঝাড়গ্রাম: দলের সর্বস্তরের নেতা তথা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এখন এসেছেন বঙ্গ সফরে। কিন্তু অমিত শাহের সফরের মাঝেই বড় বিপত্তি বঙ্গ বিজেপিতে। কারণ ঝাড়গ্রামে একসঙ্গে অনেক কর্মী পদত্যাগ করতে চেয়ে আওয়াজ তুলেছেন। সেই প্রেক্ষিতেই ঝাড়গ্রাম বিজেপিতে বড়সড় ভাঙন দেখা দিয়েছে। জানা গিয়েছে, বিজেপির ঝাড়গ্রাম জেলা কমিটির ১৬ জন সদস্য-সহ একাধিক কর্মী পদ ছাড়তে চেয়ে গণস্বাক্ষর করেছেন। তবে এর পেছনে কারণ কী?
আরও পড়ুন- Breaking: অর্জুনের পরিবারের কাছে শাহ, উঠছে সিবিআই তদন্তের দাবি
নতুন জেলা কমিটির সদস্যরা অযোগ্য এবং তারাই দলের এতদিন পুরনো একনিষ্ঠ কর্মীদের অসম্মান করছে, এই অভিযোগ তুলেই সরব হয়েছে সকলে। তাই তারা আর কেউ দলে থাকতে চায় না। এই কারণে বিজেপির ঝাড়গ্রাম জেলা কমিটির ১৬ জন সদস্য-সহ জেলার প্রায় ১৮টি মণ্ডল, নগর মণ্ডল, বুথ স্তরের সভাপতি, সহ-সভাপতি, সম্পাদক সহ সদস্যরা দল ছাড়তে চাইছে। বর্তমান বিজেপি জেলা কমিটি নিয়ে তাদের অভিযোগের কোনও শেষ নেই। তাই প্রতিবাদীরা আজ ইস্তফা পত্র নিয়ে জেলার দলীয় কার্যালয়ে উপস্থিত হয়েছিলেন। কিন্তু সেখানে নেতৃত্বের কেউ না থাকায় তারা ফিরে যান।
এই বিজেপি কর্মীদের মূল বক্তব্য, কোনও রকম আলাপ বা আলোচনা না করেই নতুন জেলা কমিটি নিয়ে সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে। দলের পুরনো কর্মীদের সঙ্গে তাদের কোনও যোগাযোগ নেই, তারা তাদের কাউকে সম্মান দেয় না। এই ভাবে কাজ করা যায় না একসঙ্গে বলেই দাবি করছে তারা। তাই এই গণ ইস্তফার বহর।