কলকাতা: বিধানসভা ভোটে রাজ্যের প্রধান বিরোধী হওয়ার পরেও ক্রমশ চুপসে যাচ্ছিল গেরুয়া ফানুস৷ বিরোধী হিসাবে বিজেপি যে ক্রমশ শক্তি হারাচ্ছে তাও বেশ স্পষ্ট হচ্ছিল৷ শান্তিপুর, বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচন তা চোখে আঙুল দিয়ে দেখাল৷ দেখা গেল শূন্য পৌঁছে যাওয়া বামেরা উঠে এসেছে দ্বিতীয় স্থানে। সেই ধারাবাহিকতা বজায় থাকল ছটি পুর এলাকার ছটি ওয়ার্ডের উপনির্বাচনেও৷ সেখানে বিজেপি একেবারে গোল্লা৷একটি করে আসন পেল বাম ও কংগ্রেস৷
আরও পড়ুন- পানিহাটির উপনির্বাচনে জয়ী অনুপম-জায়া মীনাক্ষী, বললেন এটা স্বামীর জয়
রবিবার ছয় পুরসভার মোট ছটি ওয়ার্ডে ভোট হয়। আজ বুধবার সেই ফলই ঘোষণা হল। ফল প্রকাশের পর দেখা গেল বিজেপি কোথাও নেই৷ কার্যত শূন্য৷ দূরবীন দিয়েও কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ঝালদায় নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর ওয়ার্ডে এবারও জয় পেয়েছে কংগ্রেস। নিহত নেতার ভাইপো মিঠুন কান্দুকে প্রার্থী করেছিল কংগ্রেস। তিনি তৃণমূলকে হারিয়ে জয়ী হন৷
অন্যদিকে চন্দননগরে বিজেপি প্রার্থীর মৃত্যুর জেরে ভোট স্থগিত হয়ে গিয়েছিল। তাতে দেখা গেল জয়ী হয়েছেন বাম প্রার্থী অশোক গঙ্গোপাধ্যায়৷ উল্লেখযোগ্য বিষয় হল, নয়ের দশকের পর এই ওয়ার্ডে কখনও জেতেনি বামেরা। দমদম, উত্তর দমদম, পানিহাটি এবং ভাটপাড়ার জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>