বিজেপি প্রার্থীর বাড়িতে হামলা! ব্যাপক শোরগোল বিধাননগরে

বিজেপি প্রার্থীর বাড়িতে হামলা! ব্যাপক শোরগোল বিধাননগরে

কলকাতা: বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বিধাননগরে, কিন্তু একের পর এক ঘটনার খবর উঠে আসছে সেখান থেকে। ভোট শুরু হওয়ার পর থেকে একাধিক অভিযোগ তোলা হচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ভুয়ো ভোটার, ইভিএম বিকলের মতো অভিযোগ উঠেছে। এবার বিজেপি প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ পর্যন্ত উঠল। যা নিয়ে হইহই পুরসভা কেন্দ্রে।

আরও পড়ুন- ‘বিদ্রোহী’ আবহ তৈরি দলে, তড়িঘড়ি বৈঠক ডাকলেন মমতা

বিধাননগর পুরনিগমের ২৬ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সাধনা ঢালির বাড়িতে হামলার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। সাধনার অভিযোগ, গতকাল রাতে বাড়ি লক্ষ্য করে ইট মারার পর আজ সকালে ফের হানা দেয় তৃণমূলের দুষ্কৃতীরা। এতটাই ভয় পেয়েছিলেন তিনি যে ঘরবন্দি থাকতে হয়েছে তাঁকে, এমনটাই সংবাদমাধ্যমে জানান বিজেপি প্রার্থী। এদিকে আবার এখানেই ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে। ১ নম্বর বোতামে ভোট দেওয়ার জন্য প্রভাবিত করা হচ্ছে বলেই অভিযোগ। নির্দিষ্ট রাজনৈতিক দলের ব্যানার লাগানো গাড়ি ভোট কেন্দ্রের সামনে পর্যন্ত চলে যাচ্ছে বলেও দাবি করা হচ্ছে। সব মিলিয়ে বিধাননগর সকাল থেকেই উত্তেজনাময়।

আগেই বিধাননগর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী দেবশিস জানা অভিযোগ আনেন যে সেখানে ‘ভুয়ো ভোটার’ রয়েছে। তিনি জানান, এক ব্যক্তির কাছে পরিচয়পত্র দেখতে চাইলে তিনি দেখাতে পারেননি এবং দৌড়ে পালাতে যান। তখন তাকে ‘তাড়া’ করা হয়। বিজেপি প্রার্থীর দাবি, সে বহিরাগত ছিল। তৃণমূল এই রকম আরও বহিরাগত এলাকায় ঢুকিয়ে ভোট করাতে চাইছে বলেও দাবি করেছেন তিনি। এদিকে আবার বিধাননগরেই ইভিএম নিয়ে অভিযোগ তোলেন অন্য এক বিজেপি প্রার্থী। বিধাননগর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে ইভিএম-এর সঙ্গে যুক্ত আরও একটি যন্ত্র বদলের অভিযোগ তোলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + seventeen =