কলকাতা: গণনা শুরু হতেই খাতা খুলে ফেলল তৃণমূল এবং বিজেপি দুই দলই। তথ্য বলছে, কোচবিহারে দুটি ওয়ার্ডে জিতেছে তৃণমূল। কোচবিহার পুরসভার ১ ও ৩ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী। ২ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী জয়ী। এদিকে কোচবিহার জেলার মেখলিগঞ্জ পুরসভায় ১ থেকে ৫ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থীরা।
আরও পড়ুন- জট কাটিয়ে SSKM-এ শুরু আনিসের দ্বিতীয় ময়নাতদন্ত, কড়া নিরাপত্তা বলয়ে গোটা হাসপাতাল
আবার মালবাজারে বিজেপি জয়ী হয়েছে একটি ওয়ার্ডে। ৪ নম্বর ওয়ার্ডে জয়ী বিজেপি প্রার্থীর নাম সুশান্ত সাহা। পাশাপাশি জানা যাচ্ছে, জলপাইগুড়ি জেলার মালবাজার পুরসভাতে প্রথম রাউন্ডে ৫ ওয়ার্ডের মধ্যে ৪টি ওয়ার্ডেই এগিয়ে তৃণমূল। পূর্ব বর্ধমানের গুসকরায় ১২টিতে এগিয়ে তৃণমূল, ৪টি ওয়ার্ডে এগিয়ে সিপিএম। ভোট গণনা শুরু হতে না হতেই আশা প্রকাশ করেছেন কোচবিহার পুরসভার আট নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। তিনি দাবি করেন, ১০৮টি পুরসভাতেই বোর্ড গঠন করবে তৃণমূল কংগ্রেস। জয় নিয়ে তিনি ১০০ শতাংশ আশাবাদী।
ভোট হওয়ার অনেক আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় দিনহাটা, বজবজ, সিউড়ি, সাইথিয়া দখলে চলে গিয়েছে শাসক দলের। ১০৮ পুরসভায় মোট ওয়ার্ডের সংখ্যা ২ হাজার ২৭৭ টি। এর মধ্যে ১০৩টিতে শাসকদল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছে। আর বাকি যেগুলি রয়ে গেল তার মধ্যে ১৩ পুরসভায় এখনই এগিয়ে তৃণমূল। সব মিলিয়ে মোট প্রার্থী ৮ হাজার ১৬০ জন যাদের ভাগ্য নির্ধারিত হবে আজ। কমিশন সূত্রে খবর, সর্বনিম্ন ২ থেকে সর্বোচ্চ ১৮ রাউন্ড পর্যন্ত গণনা হবে।