মদ-লটারিতেই বাংলা শেষ! শ্লেষাত্মক আক্রমণ বিজেপির, ‘পাশে’ সিপিএমও

মদ-লটারিতেই বাংলা শেষ! শ্লেষাত্মক আক্রমণ বিজেপির, ‘পাশে’ সিপিএমও

কলকাতা: হাওড়ার মালিপাঁচঘড়া থানার ঘুসুড়ি এলাকায় মদ্যপানের পরই রহস্যজনক ভাবে একসঙ্গে ৬ জনের মৃত্যু হয়েছে। বিষমদ খেয়েই তাঁদের মৃত্যু হয়েছে বলে পরিবারের অভিযোগ৷ এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক তরযা শুরু হয়ে গিয়েছে। রাজ্যের সরকারকে একহাত নিয়ে আক্রমণ করেছে বিজেপি, সিপিএম। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য, মদ এবং লটারিতেই শেষ হচ্ছে বাংলার মানুষ। অন্যদিকে সিপিএমের খোঁচা, মদের রাজস্বের কারণেই বাংলার সরকার চলছে।

আরও পড়ুন- উদয়ন থেকে রবীন্দ্রনাথ ‘ভাগ্য ফেরাতে’ এবার সাধুর দুয়ারে শাসক দলের নেতারা?

হাওড়ার ঘটনায় মৃত্যুর পাশাপাশি আশঙ্কাজনক অবস্থায় বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে৷ তাই পরিস্থিতি যে ভাল নয় তা বলাই বাহুল্য। এই প্রেক্ষিতেই মদ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে তীব্র আক্রমণ করে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, রাজ্যের মহিলাদের হাতে যে টাকা যাচ্ছে তা তারা দিচ্ছেন বাড়ির পুরুষদের। তারা মদ খেয়ে শেষ করছে ওই টাকা। এভাবেই বাংলার একাংশ ধ্বংস হচ্ছে। অন্যদিকে, প্রায় একই রকম সুর সিপিএমের গলাতেও। তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সরকার সব থেকে বেশি টাকা উপার্জন করে মদ থেকে। তাই এই নিয়ে পদক্ষেপ করা হচ্ছে না। মদের রাজস্বেই চলছে রাজ্য।

হাওড়ায় যে ঘটনা ঘটেছে তার মূল অভিযুক্ত প্রতাপ এখন পলাতক। জানা গিয়েছে, হাওড়ার মালিপাঁচঘড়া থানার ঘুসুড়ি এলাকায় বহুদিন ধরেই মদের ঠেক চালাচ্ছিল সে। সন্ধে হতেই সেখানে ভিড় জমাত এলাকার শ্রমিকরা। মঙ্গলবার রাতে মদ খেয়ে অসুস্থ হয়ে পড়েন এলাকার বেশ কিছু মানুষ। মদ খাওয়ার কিছুক্ষণ পর থেকেই অনেকে বমি করতে শুরু করে৷ পরে অবস্থার অবনতি হতে থাকে৷ অনেকে বাড়িতেই মারা যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 3 =