এইমসে চাকরি পরীক্ষা ছাড়াই! নিয়োগ কেলেঙ্কারিতে এবার নাম বিজেপি বিধায়কদের

এইমসে চাকরি পরীক্ষা ছাড়াই! নিয়োগ কেলেঙ্কারিতে এবার নাম বিজেপি বিধায়কদের

bjp

কলকাতা: এসএসসি নিয়োগ নিয়ে একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসছে ইতিমধ্যেই। বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস এমনিতেই বিরাট চাপে কারণ তাদের দলের একাধিক সদস্যের নাম এতে জড়িয়ে গিয়েছে। আপাতত রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে নিয়ে আলোচনা তুঙ্গে। বিজেপি সহ অন্যান্য বিরোধী দলের নেতারা তো কোমর বেঁধে নেমে গিয়েছেন প্রতিবাদী ময়দানে। কিন্তু নিয়োগ কেলেঙ্কারিতে এবার নাম জড়িয়ে গিয়েছে খোদ বিজেপি বিধায়কদেরই! কারা তারা?

আরও পড়ুন- SSC মামলায় ফের তলব, CBI দফতরে পৌঁছলেন মন্ত্রী পরেশ অধিকারী

কল্যাণী এইমসে নিয়োগ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে এবং তাতে নাম জড়িয়েছে বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা ও নদিয়ার চাকদহের বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের। অভিযোগ, কোনও রকম পরীক্ষা ছাড়াই সেখানে চাকরি হয়েছে নীলাদ্রিশেখর দানার কন্যা এবং বঙ্কিম ঘোষের পুত্রবধূর। সবথেকে চমকপ্রদ বিষয় হল, এই অভিযোগ তুলে সরব হয়েছেন খোদ এক বিজেপি নেতাই! কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে ইতিমধ্যেই নালিশ জানিয়েছেন তিনি। এই খবর প্রকাশ্যে আসতেই বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে তেড়েফুঁড়ে উঠেছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। কেন দুই বিধায়ক ও তাঁদের কন্যা-পুত্রবধূকে নিজাম প্যালেসে ডেকে জেরা করা হবে না, এই প্রশ্ন তুলে ক্ষোভ দেখাচ্ছে তারা।

জানা গিয়েছে, কয়েক দিন আগেই বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার মেয়ে মৈত্রী দানা নার্সিং কলেজে ডেটা এন্ট্রি অপারেটর পদে চাকরি পেয়েছেন। আবার বিধায়ক বঙ্কিম ঘোষের পূত্রবধূ এইমস-এর নার্সিং কলেজে চাকরি পেয়েছেন আপার ডিভিশন ক্লার্ক পদে। এই নিয়েই এখন ব্যাপক তরজা। স্বাভাবিকভাবে দুই বিধায়কের ‘কীর্তিতে’ যথেষ্ট অস্বস্তিতে বিজেপি শিবির। কারণ তারা বিরাট বড় করেই নিয়োগ দুর্নীতির বিরোধিতা করছিল। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 1 =