শিলিগুড়ি: আবার সেই উত্তরবঙ্গ ভাগ করে দেওয়ার দাবি তোলা হল। এবারেও সেই দাবি উঠল বিজেপির থেকেই, যা নিয়ে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এই দাবি তুলে আবার সরব হয়েছেন। আলাদা রাজ্যের দাবির নেপথ্যে যে শুধু বঞ্চনা রয়েছে তাও খোলসা করেন তিনি। তবে স্কুল খোলা নিয়ে কিসের বঞ্চনা, তাও স্পষ্ট করেছেন শঙ্কর।
আরও পড়ুন- অনুব্রত মণ্ডলের দেহরক্ষীর গাড়ি দুর্ঘটনায় গ্রেফতার লরিচালক
অতিরিক্ত তাপপ্রবাহ, গরমের কারণে রাজ্য সরকার স্কুল গুলিতে গরমের ছুটি এগিয়ে দিয়েছে। আগামী ২ মে থেকে শুরু হয়ে যাচ্ছে গরমের ছুটি। কিন্তু উত্তরবঙ্গের স্কুল গুলিতে ছুটি না দেওয়ার আর্জি জানিয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তাঁর কথায়, দক্ষিণবঙ্গের থেকে উত্তরবঙ্গের তাপমাত্রা অনেক বেশি মনোরম। দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চলছে, কিন্তু উত্তরবঙ্গে এমন কোনও সমস্যা নেই। তাই উত্তরবঙ্গে কেন গরমের ছুটি দেওয়া হচ্ছে এই নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বিজেপি বিধায়ক বলছেন, প্রশাসনের কাজ দেখে মনে হচ্ছে তারা উত্তরবঙ্গকে বঞ্চিত করেই রাখতে চাইছে। তাই আলাদা রাজ্যের দাবি জানাচ্ছেন তিনি।
বিজেপি বিধায়কের যুক্তি, কোভিডের কারণে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার পাশাপাশি উচ্চ মাধ্যমিক পরীক্ষার কারণেও স্কুল বন্ধ ছিল। পঠন-পাঠন সেইভাবে শুরুই করা যাচ্ছে না। এবার যদি গরমের কারণে আবার স্কুল বন্ধ করে দেওয়া হয় তাহলে বিপদ বাড়বে। এমনিতেই এতদিন স্কুল বন্ধ থাকার কারণে বাচ্চারা মানসিক অবসাদে ভুগতে শুরু করেছিল। এখন স্কুল খোলার পর যদি আবার বন্ধ করে দেওয়া হয় তাহলে তারা আরও পিছিয়ে পড়বে। শঙ্করের বক্তব্য, দক্ষিণ এবং উত্তরবঙ্গের আবহাওয়া খতিয়ে দেখে নিক সরকার। যদিও তৃণমূলের তরফে জানান হয়েছে, দক্ষিণ এবং উত্তরবঙ্গে স্কুলগুলির ক্ষেত্রে আলাদা নিয়ম চালু করা সম্ভব নয়। কারণ সরকার বৈষম্য করতে পারে না।