জিটিএ নির্বাচনে ‘কামাল’ অনিত থাপার দলের, প্রথমবার খাতা খুলল তৃণমূল

জিটিএ নির্বাচনে ‘কামাল’ অনিত থাপার দলের, প্রথমবার খাতা খুলল তৃণমূল

শিলিগুড়ি: যে নির্বাচন নিয়ে বড় আলোচনা চলছিল সেই নির্বাচনের ফলে প্রথমবারের জন্য খাতা খুলল তৃণমূল কংগ্রেস। জিটিএ নির্বাচনে পাহাড়ে প্রথমবারের তুলনায় ভাল ফল করেছে ঘাসফুল শিবির। এদিকে, শেষ পাওয়া খবর অনুযায়ী, জিটিএ নির্বাচনে অনিত থাপার দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা জয় পেতে চলেছে।

আরও পড়ুন- ঝালদা উপনির্বাচনে ফের জয়ী কংগ্রেস, অন্তর্ঘাতের অভিযোগ তুললেন তৃণমূল প্রার্থী

ফলাফল বলছে, এখনও পর্যন্ত অনিত থাপার দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা বা বিজিপিএম ২৬ টি আসনে এগিয়ে রয়েছে। অর্থাৎ একক সংখ্যা গরিষ্ঠতায় বোর্ড গঠন করতে চলেছে তারা। অন্যদিকে, হামরো পার্টি জিতেছে ৮ টি আসনে। ৫ টি আসনে জিতেছে আছে নির্দল প্রার্থীরা। আর এদিকে ৫ টি আসনে জিতে জিটিএ নির্বাচনে প্রথমবারের জন্য খাতা খুলেছে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি জানা গিয়েছে, শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনে আপাতত এগিয়ে রয়েছে তৃণমূল। ৪৬২ টি আসনের লড়াইয়ে ঘাসফুল এগিয়ে ২৮৩ টি আসনে। অনেকটা পিছিয়ে বিজেপি এগিয়ে ৬৫ আসনে।

পাহাড়ের অন্যতম প্রধান দল বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চা ও জিএনএলএফ এই নির্বাচনে কোনও প্রার্থী দেয়নি। প্রথম থেকেই এই নির্বাচনের বিরোধিতা করে এসেছেন বিম্ল গুরুং। ভোট যাতে না হয় তার জন্য অনশনে গিয়েছিলেন তিনি, রাজ্য সরকারকে চিঠিও লিখেছিলেন। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। নির্ধারিত দিনেই নির্বাচন এবং ফল ঘোষণা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *