কলকাতা: পরতে পরতে রহস্য। যত সময় এগোচ্ছে তত বেশি যেন চাঞ্চল্যকর তথ্য সামনে উঠে আসছে। হরিদেবপুর হত্যাকাণ্ডে এবার আরও বড় দাবি করা হল এবং সেই দাবি করলেন মৃত অয়ন মণ্ডলের মা। তাঁর কথায়, অয়নের বান্ধবী তাঁকে খুন করার পরের দিনই জানিয়েছিল সে নাকি অন্তঃসত্ত্বা। এদিকে, অয়নের বাবা দাবি করেছেন, মা ও মেয়ে দুজনেই তাঁর ছেলেকে ভালবাসত! ত্রিকোণ প্রেমের জেরেই খুন হতে হয়েছে ছেলেকে।
আরও পড়ুন: যুদ্ধের অনুশীলনের সময় বিপত্তি, ট্যাঙ্কের ব্যারেল ফেটে নিহত বাঙালি সেনা
হরিদেবপুর কাণ্ডে ছেলে হারানো মা’র দাবি, অয়নের বান্ধবী অন্তঃসত্ত্বা ছিল, সে কথা নিজে মুখে তাঁকে জানিয়েছিল। তিনি জানাচ্ছেন, একাদশীর দিন, বৃহস্পতিবার সকালে তাঁকে অয়নের বান্ধবী জানায়, অয়নের ফোন অফ। পরে সে তাদের বাড়িতে এসে ‘অদ্ভুত’ আচরণ করতে থাকে। কোনও খারাপ কাজ করার ফলে অনুশোচনা হলে কেউ যেমন করে, ঠিক তেমনই আচরণ করছিল ছেলের বান্ধবী। এরপরেই নাকি সে জানায় যে সে অন্তঃসত্ত্বা। এখন কী করবে বুঝে উঠতে পারছে না। তারপরেই সে জানায় যে আগের দিন রাতে তার বাড়িতে ঝামেলা হয়েছে, অয়নকে তার মা মেরেছে। তবে অয়ন নেশা করে ছিল না বলেই নাকি জানিয়েছিল তার বান্ধবী। একাদশীর দিন প্রায় ঘণ্টা দুয়েক বাড়িতে তাঁর ছেলের বান্ধবী ছিল বলে দাবি করেছেন অয়নের মা।
এদিকে অয়নের বাবার দাবি, মা এবং মেয়ে দু’জনেই তাঁর ছেলেকে ভালবাসত। তাঁর কথায়, অয়নের বান্ধবীর বাবা জেনে যায় যে তাঁর ছেলের সঙ্গে ওঁর স্ত্রীরও সম্পর্ক রয়েছে, মেয়ের সঙ্গেও ঘনিষ্ঠতা রয়েছে। এর জেরেই নাকি অয়নকে খুন করা হয়। এর আগে অয়নের এক বন্ধুও এই একই দাবি করেছে। তাই পুলিশের সন্দেহ আরও জোরাল হচ্ছে।