কলকাতা: শনিবারের পর রবিবার৷ কলকাতার পর এবার অন্ডাল৷ মাঝ আকাশে ঝড়ের কবলে যাত্রীবোঝাই বিমান। রবিবার সন্ধ্যায় কালবৈশাখীর দাপটে অণ্ডাল বিমানবন্দরের রানওয়েতে নামার সময় শত চেষ্টা করলেও চালক পারেননি ঝুঁকি এড়াতে। মুম্বই-দুর্গাপুর দৈনিক বিমানটি ঝড় ও বৃষ্টির জন্য অণ্ডাল বিমানবন্দরের রানওয়েতে নামার সময় প্রবল ঝাঁকুনি অনুভূত হয়।
অন্ডাল বিমানবন্দর সূত্রের খবর, এতে যাত্রীবোঝাই বিমানের অন্তত ৪০ জন যাত্রী অল্পবিস্তর আহত হয়েছেন। তার মধ্যে কুড়ি জনের আঘাত সামান্য বেশি। বিমান অবতরণের পর তাঁদের নিয়ে যাওয়া হয় দুর্গাপুরের হাসপাতালে। তবে বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি, এতে চালকের কোনও গাফিলতি ছিল না৷ বরং চালকের দক্ষতার জেরেই বড়সড় বিপত্তি এড়ানো গিয়েছে বলেই মনে করা হচ্ছে৷
যাত্রীদের একাংশও জানিয়েছে, মাঝ আকাশে দুর্যোগের মধ্যে পড়েছিল বিমানটি৷ তখন থেকেই চালক অত্যন্ত সতর্ক ছিলেন৷ বস্তুত, প্রতিদিন সন্ধেয় অণ্ডালে মুম্বই থেকে দুর্গাপুর গামী বিমান অবতরণ করে৷ রবিবার সন্ধেয় মুম্বই থেকে স্পাইসজেটের বিমানটি রানওয়েতে নামছিল। সেই সময় চলছিল প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়া। তার ফলেই অবতরণের সময় সমস্যার মধ্যে পড়ে বিমানটি৷