‘আমাদের থেকে BJP-তে যাওয়া ভোট তৃণমূলে চলে গিয়েছে, হারের পর বললেন অশোক

মানুষ আমাদের রাজনৈতিক ভাবে প্রত্যাখ্যান করেছে

কলকাতা: শিলিগুড়ি পুরভোটে সবুজ ঝড়৷ ইতিমধ্যেই জয়ী হয়েছেন শিলিগুড়ির ‘সম্ভাব্য মেয়র’ গৌতম দেব৷  এদিকে প্রথমে কিছুটা এগিয়ে থাকলেও শেষ রক্ষা করতে পারলেন না সিপিএম প্রার্থী অশোক ভট্টাচার্য৷ ৩০০-র বেশি ভোটে তৃণমূল প্রার্থীর কাছে পরাজিত হন তিনি৷ এদিন পরাজিত হওয়ার পর আশোকবাবু বলেন, ‘‘ভোটে একটা বিপর্যয় হয়েছে। আমাদের যে ভোটগুলি বিজেপি-তে গিয়েছিল, সেই ভোট আমাদের কাছে ফেরত আসার বদলে তৃণমূলের বাক্সে ঢুকে গিয়েছে। আমাদের পলিটিক্যাল রিজেকশন হয়েছে। তবে কমিউনিস্ট পার্টি করি, হতাশায় ডুবে গিয়ে, ঘরে বসে গেলে হবে না।’’ 

আরও পড়ুন- BREAKING: চার পুরসভা ভোটের ফল ঘোষণার মাঝেই হাই কোর্টের দ্বারস্থ BJP

প্রসঙ্গত, বিধানসভা ভোটে পরাজয়ের পরেই নির্বাচনী রাজনীতি থেকে সরে দাঁড়িয়েছিলেন বাম জমানার দাপুটে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অশোক ভট্টাচার্য। কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের অনুরোধে শিলিগুড়ি থেকে ফের ভোটে দাঁড়ান তিনি৷ বুদ্ধদেববাবু নিয়ে ফোন করেন তাঁকে। বলেন, ‘‘বামেদের এই দুর্দিনে ভোটের ময়দান ছেড়ে যাওয়া চলবে না। শিলিগুড়িতে তোমাকেই বামেদের নেতৃত্ব দিতে হবে।’’ তার বার্তা পেয়েই ফেরে পুরভোটে দাঁড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত নেন অশোকবাবু। কিন্তু ভোটের ফল প্রকাশিত হওয়ার পর দেখা গেল, তৃণমূল প্রার্থীর কাছে ৩০০-র বেশি ভোটে পরাজিত হয়েছেন তিনি৷  এদিন অশোকবাবু আরও বলেন, ‘হারের সমস্ত কারণ পর্যালোচনা করে দেখা হবে। এটা রাজনৈতিক ভাবে আমার বিপর্যয়। ব্যক্তিগত বিপর্যয় ঘটেছিল কিছু দিন আগে। তবে ভোটে তো হার-জিৎ থাকবেই। মেনে নিতে হবে।’’

এদিকে ফল প্রকাশের পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,  ‘‘আরও নম্র ও মানবিক হয়ে মানুষের কাজে ঝাঁপিয়ে পড়তে হবে। এই জয় মানুষের জয়। শান্তিপূর্ণ ভাবে মানুষ ভোটাধিকার প্রয়োগ করেছেন। তাতে এই ফল হয়েছে। আমরা খুশি।’’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + 4 =