‘জ্যাঠামশাই’ বিতর্কের অবসান? ‘কংগ্রেসি’ আইনজীবীর সঙ্গে এজলাসে সাক্ষাৎ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

‘জ্যাঠামশাই’ বিতর্কের অবসান? ‘কংগ্রেসি’ আইনজীবীর সঙ্গে এজলাসে সাক্ষাৎ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

2d961ce9f885bba135d048d8cd50738c

কলকাতা: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এক আইনজীবী ‘জ্যাঠামশাই’ সম্বোধন করেছিলেন। সেই ইস্যু নিয়ে বিরাট বিতর্ক হয় কলকাতা হাইকোর্ট চত্বরে। বিষয়টি সামনে আসার পর বিচারপতি নিজে পরোক্ষ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ”যিনি বলেছেন, শীঘ্রই টের পাবেন।” পরে জানা গিয়েছিল এই আইনজীবী আর কেউ নন কংগ্রেস নেতা অরুণাভ ঘোষ। সেই বিতর্কের আবহ এখনও বর্তমান এবং এই সময়ের মধ্যে দু’জনের সাক্ষাৎ হল এজলাসে। তাহলে কি ‘জ্যাঠামশাই’ প্রসঙ্গের অবসান ঘটল?

আরও পড়ুন- সুপ্রিম কোর্ট নয়, কলকাতা হাই কোর্টেই আস্থা পার্থর, ডিভিশন বেঞ্চকে জানালেন কল্যাণ

এদিন অরুণাভ ঘোষ এজলাসে আসতেই তাঁকে দেখে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানতে চান তিনি তাঁর ওপর রাগ করেছেন কিনা। একই সঙ্গে বিচারপতি এও বলেন, তাঁর ওপর কোনও ক্ষোভ নেই। এদিকে, আইনজীবী অরুণাভ ঘোষ বলেছেন, তিনি বিচারপতিদের সতর্ক করেন মাত্র। কারণ অনেক আইনজীবী তাদের মক্কেলদের বাঁচাতে চায়। যদিও বিচারপতির প্রতি তাঁর ভালোবাসা আছে বলেই অবগত করেন। এই প্রেক্ষিতেই বিচারপতি গঙ্গোপাধ্যায় জানান, দু’জনের মধ্যে যা হয়েছে তা তিনি ভুলে যেতে চান। তিনি কলার ধরে আনা সম্পর্কিত যে মন্তব্য করেছেন তা প্রত্যাহার করছেন। পাশাপাশি তিনি আরও বলেন, তাঁদের মধ্যে কী হয়েছে তা কিন্তু তিনি আজ থেকে ভুলে গেলেন। তাঁর স্বীকারোক্তি, তিনি কখনও কখনও একটু বেশি কথা বলে ফেলেন।

আজ বিচারপতি গঙ্গোপাধ্যায় তাঁকে আরও একবার মনে করিয়ে দেন, তাঁর বিরুদ্ধে যদি তাঁর কোনও ক্ষোভ থেকে থাকে তাহলে সরাসরি এজলাসে এসে যেন তিনি বলেন। আজ তিনি এসেছেন খুব ভালো লেগেছে। বিচারপতির পর্যবেক্ষণ, যে দূরত্ব তৈরি হয়েছিল তার অবসান হওয়ার প্রয়োজন ছিল। এজলাসে উপস্থিত অন্যান্য আইনজীবীদের উদ্দেশ্যেও তিনি বলেন, এটার খুব প্রয়োজন ছিল। অরুনাভ এসেছিলেন, ভাল হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *