কলকাতা: টালিগঞ্জ, বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা, সোনা, সম্পত্তি। পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি নিয়ে এখন আলাদাই চর্চা। এবার তাঁর আরও একটি ফ্ল্যাটের সন্ধান মিলল। জানা গিয়েছে, চিনার পার্কে রয়েছে অর্পিতা মুখোপাধ্যায়ের অন্য একটি ফ্ল্যাট। সেখানে গিয়ে তল্লাশি চালানোর প্রক্রিয়া শুরু করেছে ইডি। সূত্রের খবর, ওই এলাকায় রয়্যাল রেসিডেন্সির বি-ব্লকে ফ্ল্যাট আছে অর্পিতার নামে। সেখানেই পৌঁছেছে ইডি আধিকারিকরা এবং কেন্দ্রীয় বাহিনী।
আরও পড়ুন- রানি রাসমণির সঙ্গে এবার মমতার তুলনা! বিতর্কের কেন্দ্র বিশ্বজিৎ
এদিন বিকেল সাড়ে চারটের পর সিজিও কমপ্লেক্স থেকে দুটি গাড়িতে করে এই ফ্ল্যাটে আসে ইডি আধিকারিকরা। আবাসনের নিরাপত্তারক্ষীদের সঙ্গে কথা বলে তাঁরা অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে যায় কিন্তু তা তালাবন্ধ রয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ফ্ল্যাটের দরজা খোলা হয়নি। তবে সেই তোড়জোড় চলছে। এখন একাধিক প্রশ্ন, আবার কি কোটি কোটি টাকা উদ্ধার হবে এই বাড়ি থেকে? আবার কি লক্ষাধিক টাকার সোনা, গয়না সব মিলবে? এর শেষ কোথায় হবে আদতে? আপাতত এই ফ্ল্যাট থেকে কী উদ্ধার হয় তার দিকেই নজর সকলের।
এর আগে টালিগঞ্জে অর্পিতার ফ্ল্যাট থেকে প্রায় ২২ কোটি টাকা নগদ এবং সোনা উদ্ধার হয়েছিল। তারপর গতকাল বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে প্রায় ২৮ কোটি টাকা নগদ এবং বাকি সম্পত্তি উদ্ধার হয়েছে। ইডি আগেই দাবি করেছে যে অন্তত ১০০ কোটি টাকা এখনও মিলতে পারে। সেই মতো ৫০ কোটি উদ্ধার হয়েছে এখনই। বাকি টাকা কি তবে এই ফ্ল্যাটেই? উত্তর মিলবে তাড়াতাড়ি।