দল বদলের ব্যাখ্যা জারি রেখেছেন অর্জুন, অখুশি সৌগত

দল বদলের ব্যাখ্যা জারি রেখেছেন অর্জুন, অখুশি সৌগত

c0f87371814380b63cd5b44b62d27b29

বারাকপুর: ক্যামাক স্ট্রিটের পর এবার জগদ্দল৷ নিজের দল বদলের জল্পনা অব্যাহত রেখেছেন দলবদলু অর্জুন সিং৷ দাবি করলেন, ‘‘বিজেপিতে আমাকে সন্দেহ করা হতো৷ শ্রমিকদের ভালোর জন্য কিছু করতে  গিয়ে আমার ওপর চাপ আসছিল তাই তৃণমূলে যোগ দিলাম৷’’

অভিযোগ করেছেন, ‘‘রাজ্য বিজেপিতে সংগঠন বলে কিছু নেই। সংগঠনটা কে শেষ করে দেওয়া হয়েছে। আমরা যারা তৃণমূল থেকে গেছিলাম আমাদের বিশ্বাস করা হতো না বিজেপি তে। আমাকে জেলাগুলোর দায়িত্ব দেওয়া হয়েছিল সেখানে কি হবে বা কি হচ্ছে তা জানানো হতো ন। সব সময় আমাকে সন্দেহ করা হতো। আর আমি শ্রমিকদের জন্য আওয়াজ তুলে ছিলাম বলে আমার ওপর ব্যপক চাপ সৃষ্টি হচ্ছিল। তাই তৃণমূলে যোগ দিলাম।” বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর জগদ্দলে নিজের বাস ভবনে ফিরে এসে ফের একবার সাংবাদিক বৈঠক থেকে একথা স্পষ্ট  করলেন অর্জুন৷

তবে অর্জুন ফেরা নিয়ে শাসকের অন্দরে যে দ্বিমত আছে. তা দলের বর্ষীয়ান সাংসদ-নেতা সৌগর রায়ের বক্তব্য থেকেই স্পষ্ট৷ অর্জুনের দলে ফেরা নিয়ে সৌগতর প্রতিক্রিয়া, ‘‘অর্জুন এসেছে তো কি হবে, আর অর্জুন সিংকে ছাড়াই আমরা নির্বাচনে জিতে এসেছি, দলের সিদ্ধান্ত তাই দলে এসেছে। ওর মনে হয়েছে একা থাকতে পারবে না, তাই এসেছে। এরকম হতে হতে ক্রমশ বিজেপি উঠে যাবে।” বস্তুত, অর্জুন সিং বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে আসা প্রসঙ্গে সাংবাদিকদের করা প্রশ্নে কিছুটা বিরক্তির সুরে উত্তর দিতে দেখা গিয়েছে তৃণমূল সাংসদ সৌগত রায়কে। প্রসঙ্গত অর্জুন সিংয়ের ঘরওয়াপসির পর ব্যারাকপুর শিল্পাঞ্চলে অনেক নেতা কর্মীদের আনন্দ উল্লাসে করতে দেখা গেছে। চলেছে বাজি ফাটানো, মিষ্টি মুখ করা। কিন্তু অর্জুনের তৃণমূলে ফেরার বিষয়ে আদৌ উচ্ছসিত হতে দেখা গেল না সাংসদ সৌগত রায়কে। যা নিয়ে নতুন চর্চ্চা শুরু হয়েছে দলের অন্দরেই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *