শুভেন্দু তাঁর জায়গায় দায়িত্ব পাচ্ছেন! অর্জুন কী ভাবছেন

শুভেন্দু তাঁর জায়গায় দায়িত্ব পাচ্ছেন! অর্জুন কী ভাবছেন

কলকাতা: ৩ বছরের সম্পর্ক ছিন্ন করে বিজেপি ছেড়েছেন অর্জুন সিং। গতকাল পুরনো দলে যোগ দিয়েই গেরুয়া শিবিরের নেতৃত্বকে কটাক্ষ করেন তিনি। বলেন, এসি ঘরে বসে তারা বাংলা চালাতে পারবেন না। এসি থেকে বেরিয়ে এসে মাঠে নামতে হবে। অর্জুনের দল বদলের পরেই দলীয় সংগঠন নিয়ে সিদ্ধান্ত নিয়েছে বঙ্গ বিজেপি। বারাকপুরের দায়িত্ব পাচ্ছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এমন খবর পাওয়া যাচ্ছে। সেই প্রসঙ্গেই মুখ খুললেন খোদ অর্জুন। খোঁচার আড়ালে শুভেন্দুর মান্যতা নিয়ে প্রশ্ন তুললেন তিনি।

আরও পড়ুন- ‘ক্ষমতা থাকলে CRPF ছাড়া আয়, মোদী-শাহ বাঁচাতে পারবে না..’ শুভেন্দুকে হুঁশিয়ারি তৃণমূল নেতার

বিজেপি সূত্রের খবর, ব্যারাকপুরে দলীয় সাংগঠনিক জেলার দায়িত্ব পাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা। অর্থাৎ অর্জুনের জায়গায় শুভেন্দু। এই ইস্যু নিয়েই সদ্য তৃণমূলে যোগ দেওয়া নেতাকে সংবাদমাধ্যম প্রশ্ন করলে তিনি জানান, শুভেন্দুকে বিজেপির লোকেরা কতটা মানবে সেটা তিনি হাড়ে হাড়ে টের পেয়েছেন। তবে বিজেপিকে যদি শুভেন্দু শুধরে দিতে পারে, তবে ভালো। অর্জুন এও জানিয়েছেন, তিনি তাঁর এলাকায় তাঁকে স্বাগত অবশ্যই জানাবেন, যেভাবে একজন বিধায়ককে স্বাগত জানান হয়। এর আগে অর্জুন অভিযোগের সুরে দাবি করেছিলেন যে, বিজেপি তাঁকে বিশ্বাসই করতে পারেনি। কিন্তু শুভেন্দু দায়িত্ব পাচ্ছেন এটা জানার পর তিনি ‘আশ্বস্ত’ হয়েছেন।

আসলে বিজেপির শীর্ষ নেতৃত্বের একটি বৈঠক ছিল আজ। জানা গিয়েছে, এই বৈঠকেই শুভেন্দু অধিকারীকে নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২৫ মে ব্যারাকপুরে একটি সাংগঠনিক বৈঠক হবে। সেখানে উপস্থিত থাকার কথা শুভেন্দু অধিকারীর। তারপর থেকেই এই দায়িত্ব সরকারিভাবে তিনি নেবেন বলেই অনুমান করা হচ্ছে। আজ এই বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি পর্যবেক্ষক অমিত মালব্য। ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তাদের সম্মতিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই খবর মিলেছে। যদিও কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্বের সমর্থন এখনও বাকি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − five =