কলকাতা: পাটের দামের ইস্যুকে কেন্দ্র করে শীর্ষ নেতৃত্বের সঙ্গে সংঘাত শুরু হয়েছিল। পরে অবশ্য দাম নিয়ে আগের সিদ্ধান্তে ফিরে আসে কেন্দ, ‘জয়’ পান অর্জুন সিং। এই গোটা সময়েই তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে কথা বলতে দেখা গিয়েছিল তাঁকে। ব্যাস, সেখান থেকেই তাঁর দল বদলের জল্পনা শুরু। আজ তার শেষ হল। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই পুরনো দলে ফিরলেন অর্জুন সিং। আজ ভাটপাড়া থেকে কলকাতা এসে আলিপুরের এক হোটেলে ছিল তিনি কিছুক্ষণ, তারপর সেখান থেকে বেরিয়ে সোজা চলে যান অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে। উত্তর ২৪ পরগনার একাধিক নেতাদের নিয়ে এদিন সমন্বয় বৈঠক করেন অভিষেক। বৈঠকে ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, রাজ চক্রবর্তী, রফিকুর রহমান সহ অন্যান্যরা। এই বৈঠকেই যোগ দেন অর্জুন।
শেষ কয়েক দিনে পরপর কতকগুলি পোস্ট করেছিলেন অর্জুন। সেই থেকেই অনুমান করা হচ্ছিল যে খুব তাড়াতাড়ি তাঁর ‘ঘরওয়াপসি’ হবে। এদিন সকালে সেই সম্ভাবনা আরও বেড়ে যায়। কারণ আজ বিজেপি সাংসদ পোস্ট করে লিখেছিলেন, ”যারা আমার ভিত নিয়ে কথা বলছেন তারা আগে নিজেদের ভিত দেখুন। মাঝে মাঝে নিজেদের ভেতর দেখতে হবে।” অর্জুনের এই পোস্টে একটা বিষয় স্পষ্ট ছিল যে তিনি কী উদ্দেশে এবং কাদের উদ্দেশ্য করে এই কথা লিখেছেন। আর এখন তো পুরোটাই জলের মতো পরিষ্কার হয়ে গেল।
যদিও বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের আশার কথা ছিল, অর্জুন বিজেপিতে আসার পর তৃণমূল তাঁর বিরুদ্ধে শতাধিক মামলা দায়ের করেছিল। মোট ১২২ টি। এছাড়াও রাজনৈতিক হিংসা চালানো হয়েছিল তাঁর এবং তাঁর সঙ্গীদের ওপর। এরপরেও অর্জুন সিং বিজেপি ছেড়ে তৃণমূলে যাবেন তা তিনি ভাবছেন না। কিন্তু সেই আশা জলেই গেল।