ব্যক্তিত্ব নিয়ে প্রশ্ন! রাজ্য সভাপতিকেই চরম আক্রমণ অনুপমের, এমন কী ঘটল

ব্যক্তিত্ব নিয়ে প্রশ্ন! রাজ্য সভাপতিকেই চরম আক্রমণ অনুপমের, এমন কী ঘটল

কলকাতা: বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন তাঁর দলের নেতা অনুপম হাজরা। বিষয়টি নিয়ে এখন বঙ্গ রাজনীতিতে ব্যাপক চর্চা চলছে। সম্প্রতি কলকাতার বিলাসবহুল এক রিসর্টে তিনদিনের প্রশিক্ষণ শিবির ছিল ভারতীয় জনতা পার্টির। সেখানে অনেকে ডাক পেলেও ডাক পাননি অনুপম। আর তার পরেই বিরাট ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি। সরাসরি নিশানা করেছেন, রাজ্য সভাপতিকে।

আরও পড়ুন- ১ লক্ষ মহিলায় প্রায় ৪২ জন! গার্হস্থ্য হিংসার অভিযোগে শীর্ষে বাংলা

অনুপমের কথায়, রাজ্য বিজেপির সভাপতির মধ্যে ব্যক্তিত্ব নেই। দো-আঁশলা লোক দিয়ে সংঠন চলছে। তিনি আরও অভিযোগ করেছেন, বাইরে থেকে লোক নিয়ে এসে মিছিল করাচ্ছেন তিনি, অথচ রাজ্যের নেতা হলেও তাঁকে ডাকা হয়নি। অনুপম জানাচ্ছেন, অন্তত ৫০ জন বহিরাগত এসেছিল বোলপুরে মিছিলে। রাজ্যের নেতাদের ব্রাত্য করে রাখা হচ্ছে। অনুপম এখন দাবি করেছেন, রাজ্য বিজেপির সংগঠনে কোথায় খুঁত তা তিনি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে তুলে ধরবেন। একই সঙ্গে সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি হওয়ার যোগ্য নয়, এমনও ইঙ্গিত করে রেখেছেন তিনি।

স্পষ্ট বিষয় হল, সুকান্ত মজুমদারকে নিয়ে রাজ্য বিজেপির একাংশের মধ্যে একটা অসন্তোষ যে আছে তা নতুন নয়। কিছুদিন আগে রাজ্যের প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষকেও বিরূপ মন্তব্য করতে শোনা গিয়েছিল। সব মিলিয়ে বাংলার বিজেপি নেতৃত্বের মধ্যে যে বড় ফাঁক তৈরি হচ্ছে তা যেন আরও পরিষ্কার হচ্ছে ধীরে ধীরে। এখন দেখা যাক কেন্দ্রীয় নেতৃত্ব বিষয়টিকে কী ভাবে সামাল দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + one =