আনারুলকে ফাঁসিয়েছেন অনুব্রত! বিস্ফোরক দাবি ব্লক সভাপতির অনুগামীদের

আনারুলকে ফাঁসিয়েছেন অনুব্রত! বিস্ফোরক দাবি ব্লক সভাপতির অনুগামীদের

রামপুরহাট: বগটুই-কাণ্ডে তোলপাড় গোটা রাজ্য৷ বৃহস্পতিবার দুপুরে বগটুই গ্রামে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেখানে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন তৃণমূলের ব্লক সভাপতি আনারুলকে গ্রেফতার করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী৷ অভিযোগ, খবর পেয়েও সময় মতো পদক্ষেপ করেননি আনারুল৷ এদিকে, মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়েই তৎপর পুলিশ৷ তাঁর গোটা বাড়ি ঘিরে ফেলা হয়৷ তবে বাড়িতে এক ঘণ্টা তল্লাশি চালিয়েও তাঁর হদিশ পাওয়া যায়নি৷ এক সময় ভাদু শেখের ঘনিষ্ঠ ছিলেন আনুরুল৷ ভাদুর শেখের মৃত্যুর পরেই উত্তপ্ত হয়ে ওঠে বগটুই৷ অগ্নিসংযোগে মৃত্যু হয় ৮ জনের৷ এদিকে, আজ মুখ্যমন্ত্রী আনারুল হোসেনকে গ্রেফতারের নির্দেশ দেওয়ার পরেই তাঁর অনুগামীদের দাবি, আনারুলের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে৷ 

আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর দিকে আঙুল, গোষ্ঠীদ্বন্দ্বের দাবি! বগটুই মামলার শুনানিতে ঘটল অনেক কিছু

তাঁদের দাবি, আনারুলের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে৷ আনারুলের কোনও দোষ নেই৷ আনারুলকে গ্রেফতারের চেষ্টা করা হলে রাস্তা অবরোধ করা হবে৷ তাঁদের কথায়, আনারুল ভালো লোক৷ আমরা তাঁকে গ্রেফতার করতে দেব না৷ এরই মধ্যে আনারুলের ভাইপো আলি হায়দারের বিস্ফোরক অভিযোগ, অনুব্রত মণ্ডল আমার জ্যাঠুকে মিথ্যে অভিযোগে ফাঁসিয়েছে৷ অনুব্রত মণ্ডলকে এর জবাব দিতে হবে৷ অনারুল হোসেনের বাড়িতে উপচে পড়েছে অনুগামীদের ভিড়৷