‘নাচব নাকি ডেকেছে বলে?’ অভিষেককে ইডির তলব নিয়ে প্রশ্ন করতেই চটলেন অনুব্রত

‘নাচব নাকি ডেকেছে বলে?’ অভিষেককে ইডির তলব নিয়ে প্রশ্ন করতেই চটলেন অনুব্রত

কলকাতা:  আদালতের তলবে আসানসোল থেকে বিধাননগর বিশেষ আদালতে আনা হল অনুব্রত মণ্ডলকে৷ সকাল ১১ নাগাদ  বিধাননগরের এমপি-এমএলএ আদালতে পৌঁছে যান তিনি৷ এদিকে আগামীকাল কয়লাকাণ্ডে তলব করা হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে৷ এ নিয়ে অনুব্রতকে প্রশ্ন করা হলে চটে যান তিনি৷ সপাটে উত্তর, ‘‘নাচব?  নাচব নাকি ডেকেছে বলে?’’ এর পরেই তাঁকে নিয়ে আদালতের ভিতরে ঢুকে যায় পুলিশ৷ 

আরও পড়ুন- কেমন হবে? ‘ব্যাপক হবে পঞ্চায়েত ভোট!’, বিধাননগর বিশেষ আদালতে আসার পথে মন্তব্য কেষ্টর

বৃহস্পতিবার সকাল পৌনে সাতটা নাগাদ অনুব্রতকে নিয়ে আসানসোল সংশোধনাগার থেকে বিধাননগর বিশেষ আদালতের উদ্দেশে রওনা দেন অনুব্রত। সেখানে গাড়িতে ওঠার আগে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, পঞ্চায়েত ভোটে কী হবে? উত্তরে তিনি শুধু বলেন, ‘ব্যাপক হবে।’ 

এদিন বাতানুকূল একটি গাড়িতে করে বিধাননগর নিয়ে আসা হয় অনুব্রত মণ্ডলকে৷ নিরাপত্তার কোনও খামতি রাখেনি আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট৷ জানা গিয়েছে, অনুব্রতকে যে গাড়িতে করে বিধাননগর বিশেষ আদালতে নিয়ে আসা হচ্ছে তার সামনে ও পিছনে অন্য গাড়িতে ছিল পুলিশ স্কোয়াড৷ ২০১০ সালে বাম জমানায় পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটে একটি বিস্ফোরণের ঘটনায় নাম জড়ায় অনুব্রতর৷ সেই মামলাতেই  বৃহস্পতিবার তাঁকে হাজিরার নির্দেশ দেয় বিধাননগরের এমপি-এমএলএ আদালত।