বাম আমলের মামলায় তলব অনুব্রতকে! লক্ষ্মীবারেই দিতে হবে হাজিরা,‘ওয়ারেন্ট’ গেল জেলে

বাম আমলের মামলায় তলব অনুব্রতকে! লক্ষ্মীবারেই দিতে হবে হাজিরা,‘ওয়ারেন্ট’ গেল জেলে

09e62960d2a7a8c35fcf8643913c343a

বোলপুর:  গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের গ্রেফতারি নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি৷ বোলপুরে চলছে একের পর এক তল্লাশি অভিযান৷ বুধবার সকালেই গ্রেফতার করা হয়েছে অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়কে৷ অন্যদিকে, অনুব্রত ও তাঁর ঘনিষ্ঠদের নামে কোটি কোটি টাকার রেজিস্টার সম্পত্তির হদিশ পেয়েছে সিবিআই৷ এরই মধ্যে বাম আমলের পুরনো একটি মামলায় আদালতে তলব করা হল অনুব্রত মণ্ডলকে৷ বৃহস্পতিবার বিধাননগর আদালতে হাজিরা দিতে হবে তৃণমূলের এই দাপুটে নেতাকে৷ ইতিমধ্যেই আসানসোল জেলে পৌঁছে গিয়েছে ‘প্রোডাকশন ওয়ারেন্ট’৷ আগামীকাল তাঁকে বিধাননগর আদালতে আনার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জেল সূত্রে খবর৷ 

আরও পড়ুন- মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে! আদালতে সশরীরে হাজিরা দিতে চান পার্থ

গরু পাচার মামলার ধৃত অনুব্রতর বর্তমান ঠিকানা আসানসোল সংশোধনাগার৷ আগামী ৭ সেপ্টেম্বর জেল হেফাজত শেষে আদালতে তোলা হবে তাঁকে। এরই মধ্যে অন্য একটি মামলায় এল তলব৷ মঙ্গলবার জেল কর্তৃপক্ষের হাতে প্রোডাকশন ওয়ারেন্ট এসে পৌঁছতেই তাঁরা অনুব্রতর সঙ্গে এ বিষয়ে কথা বলেন৷ সবকিছু ঠিকঠাক ভাবে চললে  বৃহস্পতিবার তাঁকে নিয়ে আসা হবে বিধাননগর আদালতে।

তবে বাম জমানার ঠিক কোন মামলায় অনুব্রতকে তলব করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে জানা যাচ্ছে, সেই সময় মঙ্গলকোটে একটি রাজনৈতিক অশান্তিতে নাম জড়িয়েছিল কেষ্টর। শুধু অনুব্রত নয়, ওই ঘটনায় একাধিক জনপ্রতিনিধির নামও জড়িয়েছিল বলে সূত্রের খবর। সেই মামলাটি এতদিন চলছিল বারাসতে বিধায়ক, সাংসদদের আদালতে। পরে বিধায়ক, সাংসদদের আদালত বিধাননগরে চলে আসে৷ তাই সেখানেই তলব করা হয়েছে বীরভূমের তৃণমূল তৃণমূল জেলা সভাপতিকে৷

এদিকে, গরু পাচার-কাণ্ডের মূল পাণ্ডা এনামুল হক ও অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেন গ্রেফতার হওয়ার পর তাঁদের জেরা করে সিবিআই-এর হাতে যে তথ্য উঠে এসেছে তাঁর ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে অনুব্রত মণ্ডলকে। অভিযোগ, অনুব্রতর হয়ে পাচারের টাকা নিতেন তাঁর দেহরক্ষী সায়গল। অনুব্রত গ্রেফতারের পর সিবিআই-এর নজরে রয়েছেন তাঁর মেয়ে সুকন্যা-সহ অন্যান্য ঘনিষ্ঠরা৷