অসুস্থতার কথা বলেও হয়নি লাভ, জামিনের আবেদন করেননি ‘কেষ্ট’র আইনজীবী

অসুস্থতার কথা বলেও হয়নি লাভ, জামিনের আবেদন করেননি ‘কেষ্ট’র আইনজীবী

1263c6defb13b483819b6532e4a5cb0d

আসানসোল: বৃহস্পতিবার সকালে তাঁকে আটক করার পর বিকেলেই অ্যারেস্ট মেমোয় সই করিয়ে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। এরপর বিকেল ৫ টা নাগাদ আসানসোলের সিবিআই আদালতে পেশ করা হয় গরু পাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলকে। আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, আগামী ২০ আগস্ট পর্যন্ত সিবিআই হেফাজতে থাকতে হবে অনুব্রত মণ্ডলকে। রাতেই কলকাতার নিজাম প্যালেসে নিয়ে আসা হচ্ছে তৃণমূল নেতাকে। জানা গিয়েছে, আদালতে অসুস্থতার কথা বলেছিলেন ‘কেষ্ট’, কিন্তু তাতে লাভ হয়নি। এমনকি জামিনের আবেদনও করেননি তাঁর আইনজীবী।

আরও পড়ুন- কোথাও বাজছে ঢাক, কোথাও বিলি নকুলদানা! অনুব্রতের আটকে গেরুয়া উল্লাস

সূত্রের খবর, আদালতে অনুব্রত মণ্ডল বলেছিলেন যে তাঁর ফিশচুলা, কিডনি, বুকে ব্যথা, সুগার, প্রেশার আছে। কাঠগড়ায় দাঁড়িয়ে বীরভূমের তৃণমূল সভাপতি বিচারককে এই অসুস্থতার বিষয়টি বিবেচনা করার অনুরোধ করেন। কিন্তু তাতেও লাভ হয়নি। ২০ আগস্ট পর্যন্ত তাঁর সিবিআই হেফাজতের নির্দেশই দিয়েছে আদালত। অন্যদিকে অনুব্রতর আইনজীবী জামিনের আবেদনও করেননি আদালতে। আসলে তিনি হয়তো ভেবেইছিলেন যে আবেদন করলে তা খারিজ হয়ে যাবে, তাই আলাদা করে সেই আবেদন করেননি। এই পরিস্থিতিতে সিবিআইকেও বেগ পেতে হয়নি তাঁকে হেফাজতে নিতে।

যদিও অনুব্রত মণ্ডল অসুস্থ হলে কী করতে হবে তার স্পষ্ট নির্দেশ দিয়েই দিয়েছে আদালত। জানান হয়েছে, তিনি অসুস্থ হলে কলকাতার কম্যান্ড হাসপাতালে ভর্তি করাতে হবে। বিচারক তিন চিকিৎসকের একটি দলও গড়ে দিয়েছেন। তাঁরা পরামর্শ দিলেই হাসপাতালে ভর্তি করানো যাবে, নাহলে নয়। ওই তিন চিকিৎসকের দলে আছেন এক জন মেডিসিন, এক জন কার্ডিয়োলজিস্ট এবং এক জন নিউরোলজিস্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *