কলকাতা: তৃণমূল কংগ্রেসের অস্বস্তির কোনও শেষ নেই। যে ঘটনাই হোক না কেন, নাম জড়িয়ে পড়ছে দলের। সাম্প্রতিক সময়ে একাধিক তোলাবাজি, মৃত্যু এবং ধর্ষণের ঘটনায় নাম জড়িয়েছে একাধিক ঘাসফুলের নেতার। অধিকাংশ ক্ষেত্রেই মামলার তদন্ত করছে সিবিআই। এসব ছাড়াও কাটমানি ইস্যু নিয়ে তো তৃণমূল অনেক আগে থেকেই ‘বদনাম’ ছিল। এবার আরও একবার এই ইস্যু উঠল এবং নাম জড়াল নেতা অনুব্রত মণ্ডলের।
আরও পড়ুন- গোটা বাড়িই চলে গিয়েছে নদীগর্ভে, অশনির সংকেতে আতঙ্কিত সীমান্তের গ্রাম
সম্প্রতি দুই তৃণমূল নেতার একটি অডিও ভাইরাল হয়েছে কাটমানি নিয়ে। তাতে বীরভূমের তৃণমূল নেতার অনুব্রত মণ্ডলের নাম শোনা গিয়েছে বলে খবর। এই অডিওতে গীতাঞ্জলী প্রকল্পের বাড়ির টাকা নিয়ে তৃণমূল কংগ্রেস নেতার কাটমানি খাওয়ার অভিযোগ উঠেছে। এই অডিওতে অনুব্রত মণ্ডলের গলা শোনা না গেলেও যারা কথা বলছে তারা তাঁর নাম নিয়েছে। বলা হয়েছে, ‘কেষ্টদা’ কিছু জিনিস মিটমাট করে নেওয়ার নির্দেশ দিয়েছেন। আসলে কিছু দিন আগে বীরভূমের রাজগ্রাম পূর্বপাড়ায় গীতাঞ্জলী প্রকল্পে বাড়ি পাইয়ে দেওয়ার জন্য ১৮ হাজার টাকা কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। সেই প্রেক্ষিতেই এই অডিও ভাইরাল হয়েছে। যদিও অডিয়োটির সত্যতা যাচাই করেনি আজ বিকেল ডট কম।
কী শোনা যায় অডিওতে? খবর মিলেছে, এই অডিওতে কেউ বলছে, ‘সমঝোতা হয়ে গিয়েছে। ভুল বোঝাবুঝি হয়েছিল। কেষ্ট দা বলেছে। তা না হলে দল ছেড়ে দিতে হবে।’ কাটমানির টাকা ফেরত দিতে হবে। না হলে বিবৃতি দেওয়া হবে না।’ তৃণমূলের এক নেতা জানিয়েছেন, অনুব্রত মণ্ডল এই ঘটনায় জড়িত নয়, তিনি কাটমানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাই বলেছেন।