তৃণমূল কর্মী খুনের চেষ্টার মামলায় অনুব্রতর জামিন, ইডির কি সুবিধা হল

তৃণমূল কর্মী খুনের চেষ্টার মামলায় অনুব্রতর জামিন, ইডির কি সুবিধা হল

দুবরাজপুর: তৃণমূল কর্মীকে খুনের চেষ্টার মামলা করা হয়েছিল গরু পাচার কাণ্ডে ধৃত অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। এই মামলার কারণেই ইডির তাঁকে নিয়ে দিল্লি যাওয়ায় বাধা পড়েছিল। তবে মঙ্গলবার ওই তৃণমূল নেতা শিবঠাকুর মণ্ডলের করা মামলায় বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডলকে জামিন দিল আদালত। ২ হাজার টাকার বিনিময়ে তাঁকে জামিন দিয়েছে দুবরাজপুর আদালত। এই মামলার পরবর্তী শুনানি ১ জানুয়ারি।

আরও পড়ুন: কল্যাণময়ের জামিন মামলায় সিবিআইয়ের ভূমিকায় অসন্তুষ্ট হাই কোর্ট

অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার বিষয়ে সবুজ সঙ্কেত পেয়েছিল ইডি। কিন্তু এরই মধ্যে আচমকা বীরভূমের বালিজুড়ি পঞ্চায়েতের মেজে গ্রামের বাসিন্দা শিবঠাকুর অনুব্রতের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন। জানান, ২০২১ সালে অনুব্রত তাঁকে গলা টিপে খুন করার চেষ্টা করেছিলেন। সেই মামলাতেই তৃণমূল নেতার আলাদা করে জেল হেফাজত হয় এবং দিল্লি যাওয়ায় বাধার সৃষ্টি হয়। গোটা ঘটনাকে সাজানো বলে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলাও দায়ের করা হয়েছিল। দাবি করা হয়েছিল যে, অনুব্রত মণ্ডলকে ইডির থেকে আড়াল করতেই কৌশল নিয়েছে সিআইডি এবং জেলা পুলিশ। তবে এখন এই মামলায় জামিন পেলেন অনুব্রত।

সরকারি আইনজীবী অবশ্য অনুব্রত মণ্ডলকে আরও ৭ দিন পুলিশি হেফাজতে রাখার জন্য আবেদন করেছিলেন সোমবার। তবে আজ তেমন কোনও আবেদন করা হয়নি। তাহলে এই জামিনই কি অনুব্রত মণ্ডলের দিল্লি যাওয়ার রাস্তা সুগম করে দিল ইডির পক্ষে? নাকি আরও জল অন্য কোথাও গড়ানো বাকি আছে, তা সময়ই বলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 2 =