বঙ্গ বিজেপির রাষ্ট্রপতিকে নালিশ, পরের দিনই সিবিআই জালে অনুব্রত

বঙ্গ বিজেপির রাষ্ট্রপতিকে নালিশ, পরের দিনই সিবিআই জালে অনুব্রত

কলকাতা: অনুব্রত মণ্ডলকে নিয়ে এখন রাজ্য রাজনীতি তোলপাড়। রাখির দিন সকাল থেকে যা হয়েছে এবং হচ্ছে তা নিয়ে শোরগোল যে চলবে তা বলাই বাহুল্য। জানা গিয়েছে গতকাল রাত থেকেই ‘অ্যাকশন প্ল্যান’ তৈরি করে রেখেছিল সিবিআই। সেই হিসেবেই এদিন সকালে অনুব্রতর বাড়িতে হানা দিয়েছিল তাঁরা। কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞরা আরও একটি বিষয়ে মাথায় রেখেছেন। আসলে বুধবারই বঙ্গ বিজেপির তরফে রাষ্ট্রপতিকে অনুব্রত মণ্ডল নিয়ে অভিযোগ জানান হয়েছিল। ঠিক তার পরের দিনই ‘গ্রেফতার’ হলেন তৃণমূল নেতা।

আরও পড়ুন- রাত থেকেই ‘অ্যাকশন’! পূর্ব পরিকল্পনা করেই অনুব্রতের বাড়িতে সিবিআই

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে বুধবার একটি চিঠি দিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেই চিঠিতে তিনি অনুব্রত মণ্ডলের বিষয়ে রাষ্ট্রপতিকে জানিয়েছিলেন। সুকান্ত মজুমদার চিঠিতে উল্লেখ করেছিলেন, অনুব্রত মণ্ডলের দেহরক্ষীকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে সিবিআই। কিন্তু অনুব্রত মণ্ডলকে বারবার গরু পাচার মামলায় হাজিরার নোটিশ দেওয়া হলেও তিনি তা এড়িয়ে যাচ্ছেন। আসলে দশবার তলব করেও কোনও লাভ হয়নি সিবিআইয়ের। মাত্র একবার তলবে সাড়া দিয়েছিলেন অনুব্রত মণ্ডল। সেবার ৫ ঘণ্টা মতো তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। বুধবারও তাঁকে তলব করেছিল সিবিআই। কিন্তু অসুস্থতার কথা বলে তিনি যাননি। শেষে আজ সকালে তাঁর বাড়িতে হানা দেয় সিবিআই।

যদিও অনুব্রত মণ্ডলের আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা বলছেন সম্পূর্ণ ভিন্ন কথা। তাঁর কথায়, অনুব্রত মণ্ডলকে এখনো গ্রেফতার করা হয়নি। তাঁকে দেওয়া নোটিশ কার্যকর করতেই অনুব্রত মণ্ডলকে সঙ্গে নিয়ে গিয়েছেন সিবিআই আধিকারিকরা। এখনো পর্যন্ত খাতায়-কলমে আনুষ্ঠানিকভাবে কোথাও গ্রেফতারের কথা দেখানো হয়নি সিবিআইয়ের তরফ থেকে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + eighteen =