কলকাতা: বৃহস্পতিবার সিবিআই জেরার মুখে পড়েছিলেন বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এরপর তিনি চিনার পার্কের বাড়িতে ছিলেন। কিন্তু শুক্রবার সকালে তিনি চিনারপার্কের বাড়ি থেকে বেরিয়ে এসএসকেএনের উডবার্ন ব্লকে ঢোকেন বলে জানা গিয়েছে। তবে কী শারীরিক কষ্টের জন্য তিনি ফের এসএসকেএমে গিয়েছেন, তা বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
প্রসঙ্গত, শারীরিক সমস্যা নিয়ে দীর্ঘদিন এসএসকেএম হাসপাতালে উডবার্ন ব্লকে ভর্তি ছিলেন অনুব্রত মণ্ডল। হৃদযন্ত্রে একাধিক সমস্যা দেখতে পাওয়া যায়। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরে চিকিৎসকরা তাঁকে বেশ কিছুদিন বিশ্রামে থাকার পরামর্শ দেন। তারপরে তিনি বোলপুরের বাড়িতে চলে যান। বৃহস্পতিবার সিবিআই জেরার জন্য ফের বোলপুর থেকে কলকাতা আসেন। জেরার পরেরই অনুব্রত মণ্ডলের এসএসকেএম যাওয়া নিয়ে একাধিক প্রশ্ন দেখা দিয়েছে। রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। তবে জানা গিয়েছে, রুটিন চেক-আপে তিনি এসএসকেএমের উডবার্ন ব্লকে গিয়েছেন।
ইতিমধ্যে বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে করা দুটি মামলায় সিবিআই তদন্ত করছে। গোরু পাচার চক্র ও ভোট পরবর্তী হিংসার একটি মামলা। দুটি মামলার তদন্তের জেরে অনুব্রত মণ্ডলকে একাধিকবার সিবিআইয়ের জেরার মুখে পড়তে হয়েছে। শুধু অনুব্রত মণ্ডল নয়, তৃণমূল জেলা সভাপতির ঘনিষ্ট একধিক নেতাকে সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার তাঁকে ভোট পরবর্তী হিংসার একটি মামলায় টানা জিজ্ঞাসাবাদ করা হয়। সূত্রের খবর, টানা জিজ্ঞাসাবাদের জেরে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন। সেই কারণে উডবার্ন ব্লকে চেকআপের জন্য গিয়েছেন।