নিজাম প্যালেস থেকে সোজা SSKM-এর উডবার্ন ওয়ার্ডে অনুব্রত

নিজাম প্যালেস থেকে সোজা SSKM-এর উডবার্ন ওয়ার্ডে অনুব্রত

 কলকাতা:  চার ঘণ্টার জেরা সামলে নিজাম প্যালেস থেকে বেড়িয়েই এসএসকেএম-এর পথে অনুব্রত মণ্ডল। তাঁকে তিন দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে খবর। তবে সিবিআই দফতর থেকে বেরিয়ে কোনও মন্তব্য করেননি অনুব্রত। 

আরও পড়ুন- গঙ্গার পাড়ে মদ্যপান? বেত হাতে শিক্ষা সন্ন্যাসীর

জানা গিয়েছে, আজ রুটিন চেক-আপের তারিখ ছিল অনুব্রতর৷ সেই মতোই সিবিআই দফতর থেকে বেরিয়ে তিনি চলে আসেন এসএসকেএম হাসপাতালে৷ দীর্ঘ দিন উডবার্ন কেবিনে ভর্তি ছিলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি৷ গত ৬ এপ্রিলের একটি সিবিআই নোটিসের ভিত্তিতে বোলপুর থেকে কলকাতায় এসেছিলেন অনুব্রত৷ সিবিআই দফতরে হাজিরা দিতে আসার সময় তিনি বুকে ব্যথা অনুভব করেন এবং সিবিআই দফতরে না গিয়ে সোজা ভর্তি হন উডবার্ন ওয়ার্ডে৷ সেখানে দীর্ঘ দিন তাঁর চিকিৎসা হয়৷ গঠিত হয় মেডিক্যাল বোর্ড৷ বৃহস্পতিবার নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার পর সোজা চলে আসেন এসএসকেএম হাসপাতালে৷ সেখানে জরুরি বিভাগে কিছুক্ষণ থাকার পর সেখান থেকে সোজা চলে আসেন উডবার্নে৷  এখানেই পরীক্ষা নীরিক্ষা করা হবে তাঁর৷ তবে তিনি হাসপাতালে ফের ভর্তি হবেন কিনা, তা এখনও জানা যায়নি৷ তবে আগামী দিনে কিছু অস্ত্রপচার হওয়ার কথা রয়েছে তাঁর৷ 

গরু পাচার মামলায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন এনামুল হক৷ গত মাসে গ্রেফতার করা হয় বিকাশ মিশ্রকে৷ তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে৷ আজ জিজ্ঞাসাহাদ করা হল অনুব্রত মণ্ডলকে৷ তাঁর বয়ান খতিয়ে দেখবেন তদন্তকারী অফিসাররা৷  এর পরেই সিদ্ধান্ত নেবেন, তাঁকে আর তলব করা হবে কিনা৷