নির্বাচন কমিটিতেও আনারুল, ফের চিঠি কেলেঙ্কারি, বিস্ফোরক কেষ্ট

নির্বাচন কমিটিতেও আনারুল, ফের চিঠি কেলেঙ্কারি, বিস্ফোরক কেষ্ট

 

রামপুরহাট: বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না অনুব্রত মণ্ডলকে৷ ফের সামনে এল চিঠি কেলেঙ্কারি৷ ইস্যু, সেই আনারুল হোসেন৷ যাতে দেখা যাচ্ছে সদ্য সমাপ্ত রামপুরহাট পুরসভা নির্বাচনের জন্য তৃণমূলের তরফে গঠিত কমিটির শীর্ষে নাম রয়েছে তৎকালীন ব্লক সভাপতি আনারুল হোসেনের৷ সেই চিঠিতে আবার সই রয়েছে জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের৷ স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, যাকে অনুব্রত মণ্ডল সরিয়ে দিতে চেয়েছিলেন, তাঁর নাম ইলেকশন কমিটির শীর্ষে কিভাবে রাখা হল৷ ঘটনাচক্রে এই চিঠিতে স্বাক্ষর করেছেন স্বয়ং অনুব্রত মণ্ডল৷

যদিও জল্পনা উড়িয়ে অনুব্রত মণ্ডলের দাবি, ‘‘ব্লকের দায়িত্বে থাকেন বিধায়ক৷ আমি তো আগেই আনারুলকে সরিয়ে দিতে চেয়েছিলাম৷ রামপুরহাটের বিধায়ক আশিসদা আমাকে বলেছিল, ২০২৩ সালের পঞ্চায়েত পর্যন্ত ওকে রাখতে৷ স্বাভাবিকভাবে ব্লক সভাপতি হিসেবে তো পুর নির্বাচনের কমিটিতে আনারুলের নাম এক নম্বরেই রয়েছে৷’’

এরপরই একের পর এক চিঠি এদিন নিজে থেকেই সামনে আনেন অনুব্রত৷ দাবি করেন, ‘‘ব্লক সভাপতি হিসেবে পদাধিকার বলে প্রতিটি ব্লকের সভাপতিকেই রাখা হয়েছিল নির্বাচনী কমিটিতে৷ কারও যদি কাউকে নিয়ে আপত্তি থাকে সেটা পার্টি অফিসে এসে জানানো৷’’ নিজেই বগটুইয়ের প্রসঙ্গ টেনে এনে বলেন, ‘‘আজ বগটুই কাণ্ডে অনুব্রতের নাম জড়িয়েছে বলে সবাই বলছে, এই তো অনুব্রত মণ্ডলই ওকে রেখেছিল৷ তার সই রয়েছে৷ কিন্তু এটাও তো জানতে হবে অনুব্রত মণ্ডল আনারুলকে সরিয়ে দিতে চেয়েছিল৷ বিধায়ক আশিসদার কথাতেই ফের ওকে রেখে দিয়েছিলাম৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *