‘যা হবে পরে দেখা যাবে’, এই বলেই ঘরে ফিরছেন অনুব্রত

‘যা হবে পরে দেখা যাবে’, এই বলেই ঘরে ফিরছেন অনুব্রত

b749d80144fccecc89fcf3ac71a64dc8

কলকাতা: কলকাতা থেকে বীরভূমে ফিরছেন অনুব্রত মণ্ডল৷ বেলা ২টোর কিছু আগে চিনার পার্কের ফ্ল্যাট থেকে বীরভূমে নিজের বাড়ির উদ্দেশে রওনা দেন তৃণমূলের জেলা সভাপতি৷ প্রায় ৪৫ দিন পর বীরভূমের বাড়িতে ফিরছেন তিনি৷ তবে আগামী সপ্তাহে তাঁকে ফের তলব করেছে সিবিআই৷ সম্পত্তির নথি নিয়ে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে৷ 

আরও পড়ুন- রক্ষাকবচ পেলেন না পার্থ, ফের ডিভিশন বেঞ্চে ধাক্কা

গতকাল গরু পাচার মামলায় সিবিআই দফতরে হাজিরা দেন অনুব্রত৷ তাঁকে একাধিক প্রশ্ন করেন তদন্তকারী অফিসাররা৷ সিবিআই সূত্রে খবর, গরু পাচার কাণ্ডের তদন্ত করতে গিয়ে একটি ডায়েরি পাওয়া গিয়েছিল৷ সেখানে একাধিক প্রভাবশালী ব্যক্তির নাম ছিল৷ এছাড়া এনামূল হকের বেশ কিছু আত্মীয় এই চক্রের সঙ্গে যুক্ত ছিল৷ তাঁরা সিবিআই-এর সামনে অনুব্রত মণ্ডলের নাম উল্লেখ করেছেন৷ সেই সূত্র ধরেই তাঁকে নোটিস পাঠানো হয়৷ সপ্তমবারের নোটিশে হাজিরা দিলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি৷ তবে সিবিআই দফতর থেকে বেরিয়েই সোজা এসএসকেএম-এর উডবার্ন ওয়ার্ডে যান অনুব্রত৷ সেখানে রুটিন চেকআপ ছিল তাঁর৷

এদিন চিনার পার্কের বাড়ি থেকে রওনা দেওয়ার সময় তিনি জানান, তাঁর শারীরিক অবস্থা একেবারেই ভালো নেই৷ এই অবস্থায় আগামী সপ্তাহে সিবিআই দফতরে হাজিরা দেবেন ? এর জবাব অনুব্রত বলেন, পরের বিষয়টা পরে দেখা যাবে৷ এটুকু বলেই তিনি গাড়িতে উঠে পড়েন৷ গতকাল কী কী বিষয়ে তাঁকে প্রশ্ন করা হয়েছে, সে বিষয়ে কোনও মন্তব্য করতেন চাননি তৃণমূলের বীরভূম জেলা সভাপতি৷ এমনকী আজ মন্দিরে যাবেন কিনা, তাও স্পষ্ট ভাবে জানাননি৷ জানা গিয়েছে, এদিন বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে ধরে বীরভূমে পথে রওনা দেবে তাঁর কনভয়৷ 

এর আগে গত ৬ এপ্রিল গরুপাচার-কাণ্ডে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার কথা ছিল অনুব্রত মণ্ডলের। তার আগে ৫ এপ্রিল বীরভূম থেকে কলকাতায় আসেন তিনি৷ ৬ তারিখ সকালে সময় মতো বাড়ি থেকেও বেরিয়েওছিলেন অনুব্রত৷ কিন্তু কিছু দূর যাওয়ার পরেই নাটকীয় বাঁক নেয় তাঁর গাড়ি৷ সিবিআই দফতরে না গিয়ে তিনি পৌঁছে যান এসএসকেএম-এ৷ শারীরিক অসুস্থতার জন্য ভর্তি হন উডবার্ন ওয়ার্ডে। সেই সময় অনুব্রত জানিয়েছিলেন, সিবিআই চাইলে হাসপাতালে এসে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারে৷ এই মর্মে তিনি চিঠিও দেন৷ অফিসাররা হাসপাতালে গিয়েওছিলেন৷ কিন্তু,  সিবিআই সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদ করেনি৷ পরে হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পরও অনুব্রত নিজে সিবিআইকে চিঠি দিয়ে জানান, তাঁর বাড়িতে বা ভার্চুয়াল মাধ্যমে তিনি জিজ্ঞাসাবাদের জন্য রাজি আছেন। এরই মধ্যে বৃহস্পতিবার সকালে সিবিআই দফতরে হাজিরা দেন তৃণমূলের এই  দোর্দণ্ডপ্রতাপ নেতা৷