কাশীপুর: বাংলায় এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ তাঁর সফরের দ্বিতীয় দিনেই কাশিপুরে বিজেপি কর্মী খুনের ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি৷ এদিন নিজের সফরের মধ্যেই কর্মসূচি বদল করে কাশীপুর গিয়ে পৌঁছন তিনি। যেখানে বিজেপি যুব নেতা অর্জুনের মৃতদেহ উদ্ধার হয়েছিল সেখানেই অ্যান শাহ। তাঁর সঙ্গে ছিলেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সাংসদ নিশীথ প্রামাণিক ছাড়া বঙ্গ বিজেপি আরও শীর্ষ নেতারাও। মৃতের বাড়িতে গিয়েও তার পরিবারের সঙ্গে দেখা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী।
আরও পড়ুন- বিনা বিচারেই কি মুক্তি হবে পার্কস্ট্রিট গণধর্ষণ মামলার মূল অভিযুক্তের?
জানা গিয়েছে, কলকাতা পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে দলের কাজকর্ম দেখাশোনা দায়িত্ব ছিল অর্জুনের কাঁধে। বৃহস্পতিবার রাতে ২০০ বাইকের একটি র্যালির আয়োজন নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে স্বাগত জানাতেই এই বাইক র্যালির আয়োজন করা হয়েছিল৷ কলকাতা বিমানবন্দরে অমিত শাহকে স্বাগত জানাতে যাওয়ার কথা ছিল অর্জুনের। কিন্তু শুক্রবার সকালে উদ্ধার হয় তার ঝুলন্ত দেহ৷ এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজনীতি। তৃণমূল কংগ্রেস দাবি করছে যে, এটি একটি পরিকল্পিত ঘটনা। তৃণমূল বিধায়ক অতীন ঘোষের দাবি, অর্জুন গত পুরভোটে তৃণমূলের হয়ে কাজ করেছিলেন৷ সব মিলিয়ে আজকের কাশীপুরের পরিস্থিতি বিরাট উত্তপ্ত। স্থানীয় বাসিন্দা থেকে অর্জুনের পরিবার সকলেই সিবিআই তদন্তের দাবি তুলে সরব হয়েছে।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে অমিত শাহ নিজে সিবিআই তদন্তের কথা বলেন। তাঁর বক্তব্য, এই মৃত্যুর ঘটনা জঘন্য। গতকাল তৃণমূল সরকারের এক বছর পূর্ণ হয়েছে আর আজই রাজনৈতিক হিংসার ঘটনা, মৃত্যু। পরিবারের সঙ্গে তিনি কথা বলে জেনেছেন যে কী ভাবে তাদের মারা হয়েছে, জোর করে অর্জুনের মৃতদেহ নিয়ে যাওয়া হয়েছে। তাঁর কথায়, তৃণমূল সরকার বুঝিয়ে দিচ্ছে যে তারা হিংসা থামাবে না। সিপিএম আমলের থেকেও তৃণমূল আমলে বেশি হিংসার ঘটনা ঘটছে বলেই তিনি দাবি করেছেন।