মহারাজের বাড়িতে মহাভোজে শাহ, কী ছিল মেনুতে

মহারাজের বাড়িতে মহাভোজে শাহ, কী ছিল মেনুতে

কলকাতা: বাংলা বিধানসভা ভোটের এক বছর পর বাংলায় এসে একাধিক কর্মসূচি সেরেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু সবথেকে বেশি চর্চা যা নিয়ে হয়েছে তা হল ভারতের প্রাক্তন অধিনায়ক তথা বর্তমান বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে তাঁর যাওয়া নিয়ে। কখন যাবেন, কী খাবেন, সব নিয়ে কৌতূহল ছিল দেখার মতো। আগে যখন বাংলায় এসেছিলেন শাহ তখন সৌরভের বাড়ি আসা হয়নি। তবে এবার এলেন। আর মহারাজের বাড়িতে তাঁর জন্য আয়োজন করা হয়েছিল মহাভোজের।

আরও পড়ুন- কাশীপুরে নিহত বিজেপি কর্মীর মাকে পুলিশি হেনস্থার অভিযোগ

গতকাল রাতে যখন অমিত শাহ সৌরভের বাড়ি যান তখন তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় নেতা অমিত মালব্য সহ একাধিক বিজেপি শীর্ষ নেতা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সৌরভের বাড়ি এসে পৌঁছোলে তাঁকে পুষ্প স্তবক দিয়ে অভিনন্দন জানানো হয়। পরে একসঙ্গে সকলকে কিছুক্ষণ বৈঠক করতেও দেখা যায়। তবে সবথেকে বেশি কৌতূহল ছিল তাদের খাওয়া দাওয়া নিয়ে। তাহলে কী ছিল এই মহাভোজের মেনুতে?

সৌরভ আগেই জানিয়েছিলেন যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বলেছেন সেভাবেই হবে আপ্যায়ন। ‘দিদি’র কথা মতোই নিরামিশ খাবারের আয়োজন করা হয়েছিল কারণ অমিত শাহ নিরামিশ খান। তাই গতকাল ভোজনের তালিকায় ছিল, ভাত, রুটি, লুচি, বেগুন ভাজা, ডাল মাখানি, আলুর দম, ভেজিটেবিল কাটলেট, পনির, দই, রসগোল্লা ও কাজু বরফি। প্রায় ৪৫ মিনিট সৌরভের বাড়িতে ছিলেন বিজেপি নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − five =