প্রধানমন্ত্রী তাদের সমস্যা জানেন! বিএসএফ’কে আরও নজরদারি বাড়ানোর ‘শাহি’ নির্দেশ

প্রধানমন্ত্রী তাদের সমস্যা জানেন! বিএসএফ’কে আরও নজরদারি বাড়ানোর ‘শাহি’ নির্দেশ

a9d3c267ecd9b0c02bfa95a0fa044b6f

কলকাতা: ২০২১ বাংলার ভোট হারার পর এই প্রথম বঙ্গ সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন বাংলায় এসে হিঙ্গলগঞ্জে ভাসমান আউটপোস্ট এবং ওয়াটার অ্যাম্বুল্যান্সের উদ্বোধন করেন তিনি। বিএসএফের ৮৫ নম্বর ব্যাটালিয়নের অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী যোগ দিয়ে বলেন, ভাসমান আউটপোস্টের বসিয়ে যে ব্যবস্থা গ্রহণ করা হয়ছে তার ফলে অনুপ্রবেশকারীদের সংখ্যা অনেক কমবে। এই প্রেক্ষিতেই তিনি অনুপ্রবেশ রুখতে টহলদারিতে জোর দেওয়ার নির্দেশ দিয়েছেন বিএসএফকে।

আরও পড়ুন- এটা উত্তরপ্রদেশ-বিহার নয়, এখানে রং দেখে বিচার হয় না: মমতা

অমিত শাহের কথায়, ভারত-বাংলাদেশ সীমান্তে সবচেয়ে বেশি অনুপ্রবেশের সমস্যা রয়েছে। আর দিন দিন কৌশল বদল করছে তারা। তাই তাদের আটকানো সবথেকে বড় চ্যালেঞ্জ। এই কারণেই তিনি জওয়ানদের সীমান্তে আরও বেশি করে টহলদারিতে জোর দেওয়ার নির্দেশ দিয়েছেন। এছাড়াও অমিত শাহ আজ বলেন, দেশের বিভিন্ন সীমান্তে ভারতের নিরাপত্তা বাহিনীর সদস্যরা দীর্ঘদিন ধরে স্থানীয়দের মানবাধিকার রক্ষা করে চলেছে। তারা সীমান্ত এলাকা পাহারার যে কাজ করে চলেছেন তা ভীষণ কঠিন বলেই মত শাহের। অমিত আরও জানান, সীমান্ত সামলানোর দায়িত্বে থাকা সেনারা যাতে কম সমস্যার মুখোমুখি হন, তা নিশ্চিত করেতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিনিয়ত চেষ্টা করে চলেছেন। কারণ তাদের সমস্যা যে বেশি সেটা তিনি খুব ভাল করেই জানেন।

এদিন কলকাতায় পা রেখে অমিত শাহ বিএসএফের বিশেষ হেলিকপ্টারে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে পৌঁছন। সেখানেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মোট ছয়টি ভাসমান আউটপোস্টের উদ্বোধন করেন। এছাড়া নর্মদা, কাবেরি ও সুতলেজ নামের তিনটি অত্যাধুনিক জলযানের উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ আবার বাংলাতেও টুইট করেছেন তিনি বঙ্গ সফর শুরুর আগে। লিখেছিলেন, ”দুই দিনের পশ্চিমবঙ্গ সফরে কলকাতায় পৌঁছালাম। বিভিন্ন অনুষ্ঠানে যোগদান এবং আমাদের বাংলার বোন ও ভাইদের সাথে আলাপচারিতার জন্য উন্মুখ হয়ে আছি।” 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *