এক বছর পর বাংলায় এলেন অমিত শাহ, সফরসঙ্গী শুভেন্দু-সুকান্ত

এক বছর পর বাংলায় এলেন অমিত শাহ, সফরসঙ্গী শুভেন্দু-সুকান্ত

কলকাতা: পূর্ব নির্ধারিত সফরসূচি মেনে বৃহস্পতিবার সকালে কলকাতা বিমানবন্দরে অবতরণ করল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিশেষ বিমান৷ স্বরাষ্ট্রমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে আগে থেকেই রাখা হয়েছিল নিশ্ছিদ্র নিরাপত্তা৷ মন্ত্রক সূত্রের খবর, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ দুপুর ১২টা ১০ মিনিটে কালিয়ানি ক্যাম্পে হেলিপ্যাডে নামবেন। তারপর ওখান থেকে তিনি কনভয়ে করে হরিদাসপুর বর্ডার আউটপোস্ট পৌঁছাবেন। সেখানে পৌঁছে বিএসএফ জওয়ান দের সাথে বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠক শেষে মৈত্রী মিউজিয়ামের শিলান্যাস করবেন তিনি। মূলত ১৯৭১ এর বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতি নিয়ে তৈরি হচ্ছে এই মিউজিয়াম।

স্বরাষ্ট্র মন্ত্রীর হরিদাসপুরে আসাকে কেন্দ্র করে ইতিমধ্যেই আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বিএসএফ জওয়ানদের পক্ষ থেকে। সকাল থেকেই বিএসএফ জওয়ানেরা নাকা চেকিং শুরু করেছে যশোর রোডে। স্নাইপার ডাক দিয়ে চলছে চেকিংয়ের কাজ। নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করছে বিএসএফ জওয়ানেরা। সূত্রের খবর, দুপুরে বিএসএফ জওয়ানদের সাথে মধ্যাহ্নভোজন সারবেন অমিত শাহ। বিজেপি সূত্রে খবর বিজেপির মহকুমার তিন বিধায়ক ও বনগাঁ লোকসভার সাংসদ তথা জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের সাথে বৈঠক করবেন। বৈঠক শেষে দুপুর একটা পয়তাল্লিশ টাকা কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি।

বৃহস্পতি ও শুক্রবার দু’দিন রাজ্যে থাকছেন অমিত শাহ। দু’দিনেই সরকারি ও রাজনৈতিক কর্মসূচি রয়েছে তাঁর। আর সেই সফরের শাহর সর্বক্ষণের সঙ্গী হচ্ছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি সূত্রে খবর, সুকান্ত, শুভেন্দু ছাড়াও রাজ্যের দুই সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এবং নিশীথ প্রামাণিক শাহর সঙ্গে সরকারি অনুষ্ঠানগুলিতে থাকতে পারেন। সফরের মাঝেই দলের কোন্দল মেটাতে কি করা উচিত তা নিয়ে রাজ্য নেতৃত্বের সঙ্গে তিনি প্রাথমিক আলোচনাও সেরে নেবেন বলে মনে করা হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 16 =