বাংলায় জারি রাষ্ট্রপতি শাসন? নেতাদের দাবি নিয়ে যা বললেন শাহ

বাংলায় জারি রাষ্ট্রপতি শাসন? নেতাদের দাবি নিয়ে যা বললেন শাহ

f386e39e985645c2d96921044bf426a0

কলকাতা: পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলার পরিস্থিতি একেবারেই ঠিক নেই, শাসকের আইন চলছে বাংলায়, মানুষ অত্যাচারিত। এই সমস্ত অভিযোগ বরাবর তুলে এসেছে বিজেপি শিবির। এমনকি বিধানসভা ভোটের পর থেকে বাংলাতে রাষ্ট্রপতি শাসনের দাবি আরও বেশি জোরাল হয়েছে। কেন্দ্রীয় নেতৃত্বের কাছেও এই নিয়ে দাবি জানান হয়েছে। এবার বাংলা সফরে এসে খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ইস্যুতে নজর দিলেন। তাহলে কি বাংলায় জারি হবে রাষ্ট্রপতি শাসন? শাহের বক্তব্যে তা কার্যত স্পষ্ট হয়ে গেল।

আরও পড়ুন- গাড়িতে লালবাতি, নীলবাতি নয়, দলীয় সাংসদ-বিধায়কদের কড়া বার্তা মমতার

দু’ দিনের সফরে বৃহস্পতিবার রাজ্যে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার নিউটাউনের একটি হোটেলে সাংগঠনিক বৈঠক সারেন তিনি। সেখানে বঙ্গ বিজেপি নেতারা আবার রাষ্ট্রপতি শাসনের কথা বলেন তাঁকে। সেই সময়ে শাহ তাদের পাল্টা প্রশ্ন করেন, ”কোনও নির্বাচিত সরকারকে এইভাবে ফেলা সম্ভব?” তাঁর এই প্রশ্নেই স্পষ্ট হয়ে যায় যে তিনি বঙ্গ বিজেপি নেতৃত্বের দাবি সটান খারিজ করে দিলেন। শাহের কথায়, বিপুল জনমতে নির্বাচিত সরকারকে ১ বছরের মধ্যে ফেলে দেওয়ার ভাবনা বেঠিক। বরং তিনি দলীয় নেতাদের এই পরামর্শ দিয়েছেন যে, তৃণমূলকে হঠাতে গিয়ে তৃণমূল হয়ে গেলে চলবে না। শাহ এই বলে তাদের আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টা করেন যে, গণতান্ত্রিকভাবে লড়াই করতে হবে। লড়াই শেষে সাফল্য আসবেই।

এই মন্তব্য করার পাশাপাশি দলীয় কর্মীদের আরও সক্রিয় হওয়ার বার্তা দিয়েছেন অমিত শাহ। তিনি জানিয়েছেন, বিগত ভোটগুলিতে বাংলায় প্রচুর মানুষ তাদের ভোট দিয়েছেন। সেই ভোট কাজে লাগাতে হবে। দলের সংগঠন আরও মজবুত করতে হবে। তবেই আসবে সাফল্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *