সাবধান! ‘বিদ্যুতের বিল’ মেটানো নিয়ে প্রতারণার অভিযোগ

সাবধান! ‘বিদ্যুতের বিল’ মেটানো নিয়ে প্রতারণার অভিযোগ

ceffc91409ea2fa12ddcce124fdafc8b

 

কলকাতা: ‘গত মাসের বিল আপডেট না হওয়ায় আজ রাত ১০ টা ৩০ মিনিট বিদ্যুৎ অফিস থেকে আপনার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। দয়া করে অবিলম্বে ৯১৬৩৬৫৭৯৬২ নম্বরে বিদ্যুৎ বিভাগের অফিসারকে ফোন করুন’- সম্প্রতি এই মেসেজ ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। আপনার ফোনে যদি এরকম মেসেজ এসে থাকে তাহলে অব্যশই সতর্ক হন। কারণ সেই মেসেজের আড়ালে জালিয়াতির ফাঁদ পেতেছে প্রতারকরা। তা নিয়ে ইতিমধ্যে সতর্ক করেছে কলকাতা পুলিশ। সাইবার ক্রাইম থানার হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া হয়েছে পুলিশের তরফে।

আরও পড়ুন- রাজ্যে বাড়ছে জেলার সংখ্যা!

বিশেষজ্ঞরা বলছেন, ওই ফোন নম্বরে ফোন করার সঙ্গে সঙ্গে অপর প্রান্তের তরফে একটি লিঙ্ক শেয়ার করা হবে। এবং তার মাধ্যমে টাকা ট্রান্সফার করতে বলা হবে। কিন্তু ওই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে প্রতারকদের হাতে ফোনের অ্যাকসেস পৌঁছে যাবে এবং প্রতারকরা টাকা হাতিয়ে নিতে পারে।

কলকাতার বহু নাগরিকের কাছে এই ধরনের মেসেজ গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর। গ্রাহকরা যাতে কোনওভাবেই প্রতারকের পাল্লায় পড়ে প্রতারিত না হন সেজন্য সতর্ক থাকার নির্দেশ দিচ্ছে প্রশাসন। কলকাতা পুলিশের তরফে সোশ্যাল মিডিয়ায় এই মর্মে একটি পোস্টও শেয়ার করা হয়েছে। মঙ্গলবার নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে কলকাতা পুলিশ জানিয়েছে, ‍’সতর্ক থাকুন। নীচের এসএমএস আপনার মোবাইলেও আসতে পারে, হয়ত পেয়েছেনও অনেকে। এমন মেসেজ ফোনে পেলে তাতে সাড়া দেবেন না, অগ্রাহ্য করুন। অবশ্যই আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন।‍‍’

এই পোস্টের সঙ্গে সাইবার ক্রাইম থানার সঙ্গে  হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে কলকাতা পুলিশ। সাইবার ক্রাইম থানার হোয়াটসঅ্যাপ নম্বর 81007 96519। কোনও প্রয়োজনে এই নম্বরে যোগাযোগ করলেই সহায়তা মিলবে বলে জানানো হয়েছে।