ফের উদ্ধার টাকা, গাড়িতে ছড়ানো বান্ডিল বান্ডিল নোট, গ্রেফতার তিন বিধায়ক

ফের উদ্ধার টাকা, গাড়িতে ছড়ানো বান্ডিল বান্ডিল নোট, গ্রেফতার তিন বিধায়ক

কলকাতা:   কলতার পর হাওড়া৷ গাড়ি খেকে উদ্ধার হল লক্ষ লক্ষ টাকা৷ ঝাড়খণ্ডগামী গাড়িতে তল্লাশি চালিয়ে কয়েক লক্ষ টাকা উদ্ধার করল পুলিশ৷ গোপন সূত্রে খবর পেয়ে পাঁচলা রানিহাটি মোড়ে গাড়িটি আটকানো হয়৷ গাড়িতে চালক সহ মোট পাঁচজন ছিলেন৷ এই ঘটনায় ঝাড়খণ্ডের তিনজন কংগ্রেস বিধায়ককে আটক করা হয়েছে৷ গাড়িতে ঠিক কত টাকা রয়েছে, তা জানতে আনা হচ্ছে টাকা গোনার মেশিন৷ 

আরও পড়ুন- সারদা মামলায় চাপে শুভেন্দু! প্রেসিডেন্সি জেলে গিয়ে সুদীপ্তকে জিজ্ঞাসাবাদ করবে কাঁথি পুলিশ

car

আটক হওয়া গাড়িতে দেখা যায় ছড়িয়ে রয়েছে বান্ডিল বান্ডিল টাকা৷ জানা গিয়েছে, পুলিশের কাছে আগাম খবর ছিল৷ সেই মতোই চলছিল তল্লাশি৷ পুলিশ আধিকারিকরাও সেখানে উপস্থিত ছিলেন৷ শনিবার সন্ধ্যায় রানিহাটিতে ৬ নম্বর জাতীয় সড়কে চেকিং-এর সময় বিধায়ক-এর স্টিকার লাগানো একটি কালো রংয়ের  স্করপিও গাড়ি আটক করে পুলিশ। জানা গিয়েছে, ওই গাড়িটি ঝাড়খণ্ডের জামতারার কংগ্রেস বিধায়ক আফতাব আনসারীর। সেই সময় গাড়িতে উপস্থিত ছিলেন কংগ্রেসের ৩ বিধায়ক৷ তাঁদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

car

এদিকে, দিন কয়েক আগেই পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার করেছে ইডি৷ উদ্ধার হয়েছে সোনার গয়না, বিদেশি মুদ্রা৷ এই ঘটনার পরই হাওড়া থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা৷ এই বিপুল টাকা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? টাকার উৎস কী? কোথা থেকে আনা হচ্ছিল? কোনও নথি দেখাতে পারেননি অভিযুক্তরা৷  

পুলিশ সূত্রে খবর, ওই তিন কংগ্রেস বিধায়কের নাম রাজেশ কাশ্যপ, নমন দীক্ষিত এবং ইরফান আনসারী। গাড়ি, টাকা সহ বিধায়কদের নিয়ে যাওয়া হয়েছে পাঁচলা থানায়। কোথা থেকে এত টাকা এল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, কংগ্রেস বিধায়কদের জিজ্ঞাসাবাদ করে তা জানতে চাইছে পুলিশ।