উদ্বেগের পারদ বাড়াচ্ছে মাঙ্কি পক্স, বাংলায় জারি একাধিক নির্দেশিকা

উদ্বেগের পারদ বাড়াচ্ছে মাঙ্কি পক্স, বাংলায় জারি একাধিক নির্দেশিকা

কলকাতা: প্রতিদিন মাঙ্কি পক্সে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তবে দেশে এখনও মাঙ্কি পক্সে আক্রান্তের সন্ধান পাওয়া যায়নি। তবে তার আগে থেকেই মাঙ্কি পক্স নিয়ে রাজ্যগুলোককে সতর্ক থাকার নির্দেশ দিল কেন্দ্র। এই বিষয়ে একধিক নির্দেশিকা জারি করেছে। সামান্য উপসর্গ দেখতে পাওয়া গেলে আইসোলেশনে থাকার নির্দেশ রাজ্য সরকারের তরফে দেওয়া হয়েছে। 

রাজ্যের নির্দেশিকায় জানানো হয়েছে, কোনও ব্যক্তির শরীরে ফুসকুড়ি বা বা ওই জাতীয় কোনও উপসর্গ দেখতে পাওয়া যায়, তাঁকে আইসোলেশনে থাকতে হবে। যে সব দেশে মাঙ্কি পক্স ছড়িয়ে পড়েছে, সেখান থেকে এলে ২১ দিনের আইসোলেশনে থাকতে হবে। মাঙ্কিপক্সে আক্রান্ত ব্য্তির চিকিৎসার সময় যাবতীয় সাবধনতা অবলম্বন করতে হবে। যাতে কোনওভাবেই ছড়িয়ে না পড়ে। সন্দেহভাজন কাউকে দেখলেই রাজ্যের স্বাস্থ্য দফতরে জানাতে হবে। 

মাঙ্কিপক্সে মৃত্যুর আশঙ্কা খুব কম। বিশ্বের অনেক দেশে শতাধিক মানুষ মাঙ্কিপক্সে আক্রান্ত হলেও এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি। তারপরেও কেন্দ্র বা স্বাস্থ্য মাঙ্কিপক্সের বিষয়ে কোনও অসর্কতা চাইছে না।  সম্প্রতি একটি সাংবাদিক সম্মেলন করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যেই কেন এই ভাইরাস ছড়াচ্ছে এবং আগামীতে এটি কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন বিশ্ববাসীর জন্য সে বিষয়ে শুরু হয়েছে গবেষণা। মাঙ্কি পক্স সংক্রান্ত যাবতীয় বিষয গুলি পুঙ্খানুপুঙ্খ ভাবে খতিয়ে দেখা হচ্ছে। তবে এর সঙ্গেই বিসব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, এখনই যদি এই ভাইরাস নিয়ে সতর্ক না হওয়া হয় তাহলে আগামীতে এটি মহামারী ডেকে আনতে পারে। ফলে দিন যত যাচ্ছে ততোই একটু একটু করে আতঙ্ক এবং উদ্বেগ বাড়াচ্ছে মাঙ্কি পক্স।

আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, কানাডা, স্পেন, পর্তুগাল জার্মানি, বেলজিয়াম, ফ্রান্স, নেদারল্যান্ড, ইতালি, সুইডেন, সুইজারল্যান্ডে মাঙ্কি পক্সে আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। সম্প্রতি ইজরায়েলেও মাঙ্কি পক্স সংক্রমণের সন্ধান পাওয়া গিয়েছে। এই দেশগুলো থেকে ভারতে এলেই আইসোলেশনের দেশ দিয়েছে রাজ্য সরকার। 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 9 =