বইমেলায় কেপমারি! জেল হেফাজত অভিনেত্রী, প্রশ্নের মুখে পুলিশ

বইমেলায় কেপমারি! জেল হেফাজত অভিনেত্রী, প্রশ্নের মুখে পুলিশ

কলকাতা: পকেটমারির অভিযোগে কলকাতা বইমেলা থেকে গ্রেফতার অভিনেত্রী রূপা দত্ত। তাঁকে একদিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বিধাননগর আদালত৷ এদিন কোর্টরুমে দাঁড়িয়ে কেঁদে ফেলেন রূপা৷ অন্যদিকে, তদন্ত প্রক্রিয়া নিয়ে বিচারকের প্রশ্নের মুখে পড়ে পুলিশ৷ 

আরও পড়ুন- বইমেলায় কেপমারি অভিনেত্রীর! কে এই রূপা দত্ত? 

পুলিশের তদন্ত প্রক্রিয়ার পাশাপাশি অভিনেত্রীর বক্তব্য নিয়ে বেশকিছু প্রশ্ন তুলেছেন বিচারক৷ পুলিশের দাবি, অভিনেত্রী বইমেলা থেকে বেশ কিছু পার্স পকেটমারি করেন৷ পকেটমারি করে ওই পার্সগুলি তিনি ডাস্টবিনে রেখেছিলেন বলে অভিযোগ৷ ওই পার্সগুলি থেকে প্রায় ৭৫ হাজার টাকা উদ্ধার হয় এবং কেপমারির অভিযোগে অভিনেত্রী  রূপা দত্তকে গ্রেফতার করে পুলিশ৷ এদিন রূপাকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি আদালতকে জানান, গতকাল ঠাণ্ডা পানীয় খেয়ে তিনি ডাস্টবিনে বোতল ফেলতে গিয়েছিলেন৷ সেই সময় ডাস্টবিনে একটি ব্যাগ দেখতে পান৷ ওই ব্যগটি তোলার পরেই কিছু লোক এসে তাঁকে ঘিরে ধরেন৷ এর পরেই পুলিশ তাঁকে গ্রেফতার করে৷ এই জায়গায় বিচারকের প্রশ্ন, এত বড় বড় জায়গায় অভিনয় করছেন, ডাস্টহিনে পড়ে থাকা ব্যাগ তুললেন কেন?  

এদিকে পুলিশ জানিয়েছে, অভিনেত্রীর কাছ থেকে যে পার্সগুলি উদ্ধার হয়েছে তার মধ্যে একজনের আধার কার্ড মিলেছে৷ এর পরেই আদালতের প্রশ্ন, এই আধার কার্ডটি কার, সে বিষয়ে এখনও পর্যন্ত কেন খোঁজ খবর নেওয়া হল না? এদিকে রূপার আইনজীবীর বক্তব্য, এতগুলি পার্স চুরি গেল, এর পরিপ্রেক্ষিতে কেউ কোনও অভিযোগ দায়ের করলেন না৷ অভিযোগ করলেন বিধাননগর থানার এক পুলিশ অফিসার৷ ফলে আদালতের প্রশ্নের মুখে পড়তে হয় তদন্তকারী অফিসারকে৷ তাঁর কাছে বেশ কিছু প্রশ্নের সদুত্তর না মেলায় ডেকে পাঠানো হয় অভিযোগকারী অফিসারকে৷ আদালতের তলবে তিনি ছুটে আসেন৷ সওয়াল জবাবের পর বিচারক অভিনেত্রীকে একদিনের জেল হেফাজতের নির্দেশ দেন৷