কলকাতা: হরিশ মুখার্জি রোডে ২৩ পল্লির একেবারে উল্টো দিকে বাড়ি তৃণমূল কংগ্রেস সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এত বছর ধরে সেখানে নিরাপত্তা বিরাট মজবুত করেই রাখা। রাস্তার অন্তত অর্ধেকটা জু়ড়ে ব্যারিকেড, কলকাতা পুলিশের একটি ‘কুইক রেসপন্স টিম’ সেখানে থাকে প্রায় সর্বক্ষণ। কিন্তু এবার সেই নিরাপত্তায় ‘কোপ’ দিতে কলকাতা পুলিশকে অনুরোধ করলেন খোদ অভিষেক! জানা গিয়েছে, তিনি পুলিশকে অনুরোধ করেছেন যাতে তাঁর বাড়ির সামনে থেকে পুলিশি ব্যারিকেড তুলে নেওয়া হয়। কিন্তু কেন?
আরও পড়ুন- কিয়ভ থেকে ৪৮ জন পড়ুয়া নিয়ে হাঙ্গেরি সীমান্তে বসিরহাটের আজহার
অভিষেক ঘনিষ্ঠ সূত্রে খবর, তাঁর নিরাপত্তার জন্য জনসাধারণ এবং যান চলাচলের অসুবিধা হোক, তা চান না অভিষেক। এই নিরাপত্তা নিয়ে তাঁর দীর্ঘ দিনের আপত্তি। তাই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এইভাবে প্রায় গোটা রাস্তা জুড়ে ব্যারিকেড, পুলিশি ব্যবস্থার কারণ ব্যস্ত সময়ে তো বটেই অন্য সময়েও সাধারণ মানুষের যাতায়াতে অসুবিধা হয়। যানবাহনের গতি মন্থর হয়ে যায়। তাই মানুষের যাতে কোনও অসুবিধা না হয়, সেই কারণেই এই অনুরোধ কলকাতা পুলিশকে তিনি করেছেন বলেই জানা গিয়েছে।
মনে করা হচ্ছে, এই সিদ্ধান্তের ফলে ওই এলাকায় যান চলাচলে গতি আসবে এবং আমজনতার কোনও সমস্যা হবে না। এতদিন যে অসুবিধা ভোগ করতে হত রাস্তায়, তা আর হবে না। মানুষের স্বার্থে অভিষেকের এই সিদ্ধান্ত নিয়ে এখন চর্চা তুঙ্গে। দল তো বটেই সাধারণের মধ্যে অনেকেই এর প্রশংসা করছেন।